আমাদের কথা খুঁজে নিন

   

সানাউল্লাহ নূর বাবুর তিন মেয়ে এতিম হলো। দায়ী কে?



গত কয়েক দিনে সানাউল্লাহ নূর বাবুর নামটি অনেকের কাছেই পরিচিত হয়েছে। কারণ তিনি একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন তা নয়। তার চেয়ে বড় কারণ তাকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে। টিভির পর্দায় এ দৃশ্য সকল দর্শকই দেখেছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন বাবুর বিধবা স্ত্রী।

সঙ্গে তার তিন মেয়ে। দুনিয়াতে কোনো মানুষই বেঁচে থাকবে না। সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু সে যাওয়াটা যদি হয় বাবুর মতো তাহলে তা মেনে নেয়া খুবই কষ্টকর। যে বয়সে বাবুর স্ত্রী বিধবা হলেন সেটাও মর্মান্তিক।

আর যে বয়সে বাবুর তিন মেয়ে এতিম হলো তা অপ্রত্যাশিত। কিন্তু এজন্য দায়ী কে? আমাদের দেশের নোংরা রাজনীতি। আমার সঙ্গে আপনারা কি একমত হবেন? বাবুর স্ত্রী কন্যাদের প্রতি আমাদের সহানুভূতি জানানো ছাড়া আর কিছুই করার নেই। তবে আর একটি কথা না বললেই নয। এ ধরনের হত্যার রাজনীতি থেকে সকল রাজনৈতিক দলকেই বেড়িয়ে আসা উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.