আমাদের কথা খুঁজে নিন

   

ঊধর্্বমুখী ধারায় পুঁজিবাজার বছরের সর্বোচ

ঊধর্্বমুখী ধারায় লেনদেন হয়েছে পুঁজিবাজারে। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইর সূচক বেড়েছে ১৭ পয়েন্টের বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসইতে সূচকের ঊধর্্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে দিন শেষে ডিএসইএঙ্ ব্রোড সূচক ১৭ বেড়ে ৪৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৫০ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত ছিল ২৯টির শেয়ার দর। লেনদেনের শীর্ষে ছিল বেঙ্গল উইন্সোর, অ্যাপোলো ইস্পাত, গোল্ডেন সন্স, অরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি বিল্ডিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পূর্বাচল, ইউসিবিএল ও স্কয়ার ফার্মা। সিএসইর সার্বিক সূচক ৫৪ বেড়ে ১৩৮১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬১ কোটি টাকার শেয়ার।

চার ব্রোকারেজ হাউসকে শোকজ : শর্ট সেল-সংক্রান্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের সদস্য চার ব্রোকারেজ হাউসকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউসগুলো হলো স্কাইস সিকিউরিটিজ লিমিটেড, রিমন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এস আর ক্যাপিটাল লিমিটেড ও মহররম সিকিউরিটিজ লিমিটেড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.