আমাদের কথা খুঁজে নিন

   

অমৃতার প্রত্যাবর্তন

বলিউডের সেঙ্সিম্বল অভিনেত্রী অমৃতা অরোরা গত তিন বছর নতুন কোনো ছবিতে অভিনয় করেননি। এমনকি 'দাবাং টু'র জন্য তাকে একটি চরিত্রে প্রস্তাব করা হলেও তাতে আগ্রহ দেখাননি তিনি। যদিও জানা গেছে, চরিত্র ছোট হওয়ায় কাজ করেননি অমৃতা। তবে নতুন খবর হলো, একটি নতুন ছবি নিয়ে চলতি বছরই প্রত্যাবর্তন ঘটছে অমৃতার। ইতোমধ্যে সেই ছবির কাজ অনেকটা শেষ করেছেন। ছবির নাম 'এক তো চান্স'। সাঈদ আক্তার পরিচালিত এ ছবিতে বেশ কিছু দৃশ্যে অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দী হচ্ছেন তিনি। পাশাপাশি একাধিক রগরগে দৃশ্যেও দেখা যাবে তাকে। অনেক দিন পর ফিরে এ ছবির মাধ্যমে দর্শকদের তাক লাগাতে যাচ্ছেন তিনি। ছবিতে অমৃতা ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, পুরাব কোহলি প্রমুখ। থ্রিলারনির্ভর এ ছবিতে অমৃতা অভিনয় করেছেন একজন আধুনিক শহুরে তরুণীর ভূমিকায়, যে কিনা হঠাৎ করেই অন্ধকার জগতের মানুষদের সঙ্গে জড়িয়ে পড়ে। অমৃতা বলেন, আমি চেয়েছিলাম একটি অন্যরকম ছবির মাধ্যমে বলিউডে ফিরতে, তেমনটাই হচ্ছে। আশা করছি ঠিকঠাক মতোই এগুচ্ছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.