আমাদের কথা খুঁজে নিন

   

ওল্ড ট্র্যাফোর্ডে ফার্গুসনের শেষ জয়

জিতেছে টটেনহ্যাম হটস্পার এবং লিভারপুলও। ক্লিন্ট ডেম্পসি ও ইমানুয়েল আদেবায়োরের লক্ষ্যভেদে স্টোক সিটির মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে টটেনহ্যাম। আর ড্যানিয়েল স্টারিজের হ্যাটট্রিকের সুবাদে আরেক অতিথি লিভারপুল ৩-১ গোলে ফুলহ্যামকে হারিয়েছে। ৩৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে টটেনহ্যাম। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় স্থানে।

এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট সংগ্রহ করা আর্সেনালের অবস্থান পঞ্চম। ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা এভারটন ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৬৩ ও ৫৮। শিরোপা নিশ্চিত করে ফেলা ম্যান ইউর পয়েন্ট ৮৮, ৩৭ ম্যাচ থেকে। ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ৩৯ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ।

৪৯ মিনিটে সোয়ানসিকে সমতায় ফেরান স্ট্রাইকার মিচু। ৮৭ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড। এটা ছিল ফার্গুসনের অধীনে ম্যান ইউর ১৪৯৯তম ম্যাচ। খেলা শুরু হওয়ার আগে তুমুল বৃষ্টির মধ্যে দুই দলের খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ নিয়ে মাঠে প্রবেশ করেন ফার্গুসন। গ্যালারি তখন স্বাগতিক-সমর্থকদের তুমুল করতালি আর হর্ষধ্বনিতে মুখরিত।

এরপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ম্যান ইউর ইতিহাসের সফলতম কোচ আবেগজড়িত কণ্ঠে বলেন, “এই ক্লাবের প্রত্যেকে এবং আপনারা সমর্থকরা আমার জীবনের সবচেয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। দুঃসময়েও সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। এখন আপনাদের দায়িত্ব নতুন কোচের (ডেভিড ময়েজ) পাশে থাকা। ” ২০তম লিগ শিরোপার ট্রফি ম্যান ইউর অধিনায়ক নেমানিয়া ভিদিচকে দেয়ার সঙ্গে-সঙ্গে তিনি তা তুলে দেন ফার্গুসনের হাতে।

ফার্গুসনও উচ্ছ্বাসের সঙ্গে তুলে ধরেন ট্রফিটা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।