আমাদের কথা খুঁজে নিন

   

ওল্ড ট্র্যাফোর্ডে রেডদের লড়াই

এনফিল্ডে কিছুদিন আগেও ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ডেভিড ময়েসের ম্যানইউ ইংলিশ লিগের বড় দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে পরাজিত হয়ে চলেছে। কিছুদিন আগেই যেমন হেরেছে ম্যানসিটির কাছে (৪-১)। লিভারপুলের সঙ্গে ১-০ গোলের পরাজয়টা ম্যানইউর জন্য বড় ধরনের আঘাত হয়েই আছে। কিন্তু ডেভিড ময়েসের ম্যানইউ দাঁড়াতেই পারছে না! আজ ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলরা লিভারপুলের মুখোমুখি হচ্ছে।

গত ম্যাচে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ যেমন রয়েছে ম্যানইউর অন্যদিকে লিভারপুলেরও সুযোগ রয়েছে ওল্ড ট্র্যাফোর্ড জয়ের।

দশ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামছে লুইস সুয়ারেজ। লিভারপুলের শক্তি তো আজ বাড়বেই। আগের ম্যাচে ড্যানিয়েল স্টরিজের গোল রেড ডেভিলদের পরাজিত করেছিল। সুয়ারেজ নিশ্চয়ই অতিরিক্ত শক্তি যোগ করবেন অলরেডদের।

তবে সুয়ারেজ অবশ্য ম্যানইউর বিপক্ষে ম্যাচটাকে কঠিন বলেই মনে করছেন। অন্যদিকে ম্যানসিটির বিপক্ষে পরাজয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না ওয়েন রুনি। 'পরাজয় কখনোই ভালো কিছু নয়। আমি এক সময় এই মাঠে ভক্ত হিসেবে উপস্থিত থাকতাম। এখন নিজেই খেলছি।

আমাদের আরও একটা ম্যাচ সামনে এসেছে লিভারপুলের সঙ্গে। আমাদের আজ জয়ের জন্যই খেলতে হবে। ' রুনির এই সতর্কবাণীর পর লিভারপুল তো সতর্ক হবেই।

ডেভিড ময়েস পড়েছেন কঠিন বিপদে। আলেঙ্ ফার্গুসনের উত্তরসূরি হিসেবে যথার্থ দায়িত্ব পালন করতে পারছেন না।

তবে এখনো তার উপর সমালোচনার তীর তেমন একটা ছুটে আসছে না। ফার্গুসনের শূন্য স্থান পূরণ করা যে সহজ কাজ নয়, ফুটবল বোদ্ধারা তা ভালোই বুঝেন। ময়েস অবশ্য এ অবস্থা থেকে উত্তরণের পথটাও দেখতে পাচ্ছেন। 'প্রত্যেক কোচের জীবনেই খারাপ দিন আসে। আমি এর ব্যতিক্রম নই।

' ময়েস খুব দ্রুতই এই খারাপ দিন কাটিয়ে উঠতে চান। লিভারপুলকেই কি তিনি বেছে নিবেন! গত পাঁচ ম্যাচে লিভারপুলের দুই জয়ের বিপরীতে ম্যানইউর জয় তিনটি। যদিও রেডদের ক্ষেত্রে পরিসংখ্যানের তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তারপরও পরিসংখ্যানটাই কিন্তু ম্যানইউর পক্ষেই থাকছে। বিশেষ করে খেলাটা যখন ওল্ড ট্র্যাফোর্ডে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।