আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের আজ শেষদিন

অবিরাম ছুটে চলা পথ থেকে পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের শেষদিন আজ। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনের জন্য সময় বৃদ্ধি করা হবে না। আজ রাত ১১টা ৫৯ মিনিটের পর আবেদন কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। কিন্তু আবেদনকারীরা শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ বিষয়ে অনলাইন ভর্তি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ বলেন, এ বিষয়ে ভিসি সাহেব ভালো বলতে পারবেন।

তবে কারও আবেদন ডাউনলোড করার পর ব্যাংক রশিদ সংগ্রহ করা থাকলে তার আবেদন গ্রহণ ও প্রবেশপত্র সংগ্রহে সমস্যা হবে না। এ বিষয়ে ভিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সিন্ডিকেট মিটিংয়ে ব্যস্ত থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো এবার সবগুলো ইউনিটের আবেদন কার্যক্রম অনলাইনে নেয়া হয়েছে। ২৯ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর, বিভাগ পরিবর্তন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর এবং চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.