সত্য ও সুন্দরের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে ৩১৮...
প্রতারণা করে ভর্তি হওয়া এক ভুয়া ছাত্রকে বৃহস্পতিবার আটক করে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আটক শাহরিয়ার আরেফিন ২০০৯-১০ শিক্ষাবর্ষে আরেক ছাত্রের প্রবেশপত্রে নিজের ছবি লাগিয়ে গণিত বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলো।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
তার বাবার নাম আলাউদ্দিন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম জানান, শাহরিয়ার ২০০৯-১০ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ভর্তি হয়। কিন্তু ভর্তি পরীক্ষায় অংশ নেয় তার এক বন্ধু কিবরিয়া রাজন। প্রবেশপত্রে থাকা কিবরিয়া রাজনের ছবি পরিবর্তন করে নিজের ছবি লাগিয়ে সে বিভাগে ভর্তি হয়।
সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "বুধবার সে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরপত্র (মার্কশিট) নেওয়ার জন্য বিভাগে আসে। তখন নম্বরপত্রের সঙ্গে থাকা ভর্তি পরীক্ষার কাগজপত্রের ছবির সঙ্গে তার চেহারার মিল না থাকায় তার কাছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র চাওয়া হয়।
বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে সে বিভাগে আসলে অন্য ছবিগুলোর সঙ্গে প্রবেশপত্রের ছবির মিল না পাওয়ায় তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়। "
পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হবে বলেও জানান প্রক্টর।
তথ্যসূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Oct 9, 2010
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।