আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চারজনের 

গতকাল সড়ক দুর্ঘটনায় খুলনায় চারজন, কুষ্টিয়ায় দুজন, ব্রাক্ষ্মণবাড়িয়ায় একজনসহ সাতজন নিহত ও মহেশপুরে বাস উল্টে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার বটিয়াঘাটা উপজেলার সুড়িখালি-বটতলা এলাকায় রূপসা সেতুর বাইপাস সড়কে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পিরোজপুর থেকে খুলনার সোনাডাঙ্গাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-৭৮২১) অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ১ যাত্রীর মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ৩ জন।

বটিয়াঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন বলেন, দুটি গাড়ি পাল্লা দিয়ে চলার সময় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে।

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। গতকাল দুপুর ১২টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে উপজেলার দশমাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে মিরপুর উপজেলার বহলবাড়িয়া নওদাপাড়া থেকে আকাশ, শাওন ও শিশু জুয়েল মিলে মোটরসাইকেলযোগে ভেড়ামারার বার মাইলে যাচ্ছিল। পথে দশমাইলে পেঁৗছলে একটি দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আকাশ নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল একটি অটোরিকশাকে পাশ কাটতে গিয়ে পথচারী সুদন মিয়াকে (৭৫) ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গতকাল একটি যাত্রীবাহী বাস উল্টে শিশু ও নারীসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.