রংপুর সিটি করপোরেশনের প্রথম পরিষদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হচ্ছে আজ। এ সময়ে সিটি করপোরেশন এলাকার উন্নয়নে কাঙ্ক্ষিত সরকারি আর্থিক সহায়তা মেলেনি। এ জন্য প্রতিষ্ঠানটি সরকারের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে দাবি করে সিটি মেয়র তৎকালীন স্থানীয় সরকার সচিবকে দায়ী করেছেন। দায়িত্ব গ্রহণের আগেই নগরীর শ্যামাসুন্দরী খাল প্রকল্প নিয়ে মেয়রের সঙ্গে দ্বন্দ্ব হলে সচিব তার শক্তি খাটিয়ে অর্থ সহায়তার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করেন। এ অবস্থায় ৩১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রাখলেও ১৪৮ বর্গ কিলোমিটার বর্ধিত এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। জানা গেছে, গত এক বছরে সিটি করপোরেশন এলাকায় ৫০ কিলোমিটার সড়ক ও ১৫ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০ কোটি টাকা সহায়তা পাওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র ১২ কোটি ৫০ লাখ টাকা। বাকি টাকা করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হেসেন বলেন, আয়তনের অনুপাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ খুবই কম। বর্ধিত এলাকায় সড়ক পাকাকরণ, বিদ্যুৎলাইন স্থাপন জরুরি। টাকার অভাবে করা যাচ্ছে না। সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, নগরীর শ্যামাসুন্দরী খাল প্রকল্পের কাজ নিয়ে বিরোধ হলে তৎকালীন সচিব তার দায়িত্বকালে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।