ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, শুধু নেতা নয়, এখন নীতির পরিবর্তন প্রয়োজন। বারবার নেতার পরিবর্তনে দেশবাসীর শান্তি আসেনি। এ জন্য প্রয়োজন নীতির পরিবর্তন। তিনি বলেন, স্বাধীনতার ৪২ বছর পরও দেশ শাসনের সঠিক কোনো পদ্ধতি গড়ে ওঠেনি। গতকাল চরমোনাই মাদ্রাসায় বিভিন্ন পর্যায়ের লোকজন সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। এ সময় মাওলানা আইয়ুব আলী আনসারী, মুফতি জিয়াউল করীম, মুফতি এছহাক মু. আবুল খায়ের চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।