আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র নয় ফ্যাসিবাদ

হরতাল-হত্যাকাণ্ডের শিকার হলেন আরও দুই গাড়িচালক। জামায়াত আহূত সর্বশেষ হরতালের নৃশংস শিকার তারা। হরতালের সময় গাজীপুর ও কুমিল্লায় ঘাতক পিকেটারদের পাল্লায় পড়ে তাদের যানবাহন। গাজীপুরে বাসে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে বাসচালক নজরুল ইসলাম গুরুতরভাবে অগি্নদগ্ধ হন। কুমিল্লায় ট্রাকচালক সেকেন্দার ব্যাপারীকে একইভাবে অগি্নদগ্ধ করে ঘাতক পিকেটাররা। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে তারা গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জামায়াতে ইসলামীর সর্বশেষ হরতালে চারজন যানবাহন চালককে প্রাণ দিতে হলো। এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ও সিরাজগঞ্জে পৃথক দুটি ঘটনায় পিকেটাররা দুই অটোরিকশা চালককে নির্দয়ভাবে হত্যা করে। জামায়াতের সর্বশেষ ৪৮ ঘণ্টার হরতালে যে চার যানবাহন চালককে পুড়িয়ে হত্যা করা হয়, তাদের অপরাধ- তারা জামায়াতের আহূত হরতালে যানবাহন নিয়ে বের হয়েছিলেন। জামায়াত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছিল তাদের শীর্ষ স্থানীয় নেতা আবদুল কাদের মোল্লাকে আপিল ডিভিশনে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে। আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান সভ্য সমাজে কখনো ঘটেছে কিনা আমাদের জানা নেই। তবে আমরা জানি, হরতাল বা ধর্মঘট আহ্বান সংবিধানসম্মত গণতান্ত্রিক অধিকার। একইভাবে যানবাহন চালানো কিংবা দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়াও নাগরিকদের অলঙ্ঘনীয় অধিকারের পর্যায়ে পড়ে। জামায়াত আহূত হরতালে যানবাহনে অগি্নসংযোগ করে চারজনকে হত্যা করার ঘটনা ফ্যাসিবাদী আচরণের নামান্তর। এর সঙ্গে গণতন্ত্রের দূরতম সম্পর্ক থাকার কথা নয়। নিজেদের ইসলামী দল বলে দাবি করলেও যানবাহনে অগি্নসংযোগ করে মানুষ হত্যাকে যারা ইসলামী আন্দোলন বলে ভাবেন তাদের মস্তিষ্কের সুস্থতা নিয়েও প্রশ্ন করা যেতে পারে। আমরা মনে করি, সংবিধান নাগরিকদের সাধারণ ধর্মঘট বা হরতাল ডাকার অধিকার দিলেও কাউকে হত্যার অধিকার দেয়নি। মানুষ হত্যাকে যারা অধিকার বলে ভাবে তাদের ঠেকাতে সরকার আইনগত পদক্ষেপ নেবে ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করবে- আমরা তেমনটিই দেখতে চাই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.