আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক মন্ত্রীকে নিমন্ত্রণ না করায় উত্তেজ÷

সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে নিমন্ত্রণ না করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। গতকাল সকাল ১০টায় বর্ধিত সভা শুরুর কথা ছিল। কিন্তু লতিফ বিশ্বাসকে নিমন্ত্রণ না করায় তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বর্তমান সংসদ সদস্য মজিদ মণ্ডলের সমর্থকদের সঙ্গে লতিফ বিশ্বাসের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এ কারণে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর পুলিশি পাহারায় চরচালায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে শুরু হয় এ সভা। লতিফ বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে থেকে বেলকুচিতে আওয়ামী লীগের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীর পাশে থেকেছি। এই প্রথম কোনো বর্ধিত সভায় তাকে নিমন্ত্রণ করা হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.