টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে।
এখনো মনে করিয়ে দেয়, তোমরা এক কালে বৃটিশের অধীনে ছিলে, বৃটিশের দাস ছিলে।
তোমরা তৃতীয় বিশ্বের নাগরিক কিংবা এক সময় অনেক গরীব ছিলে। আমরা (বৃটিশরা) ছিলাম তোমাদের প্রভু।
মাঝে মাঝে গরীব দেশ গুলোকে হালকা পাতলা দান করে মনে করিয়ে দেয় পুরোনো ইতিহাস।
বছরে ২-১ জন কে পড়ালেখার খরচ দেয়, আর আমরা খুশিতে লেজ নাড়তে থাকি।
আসলে দরকার ছিলো, যাদেরকে বৃটিশরা শাসন করেছে, তারা একজোট হয়ে বৃটিশের বিরুদ্ধে দাড়ানো, ক্ষতিপূরন দাবি করা, লুট করা সম্পদ পুনরুদ্ধারে সচেষ্ট হওয়া।
ভারতের কোহিনুরটা লুট করে নিয়ে রাণী মাথায় পড়ছে। সেই রাণীর ছেলে ভারতে কমনওয়েলথ গেমসের উদ্বোধন করছে।
কমনওয়েলথভুক্ত দেশ গুলোর মধ্যে ভারত বড় একটি দেশ। তারা কেন এখনো বৃটিশের চাটুকারীতে ব্যস্ত?
২০০-৩০০ বছর আগে কুটবুদ্ধি ছাড়া বৃটিশদের কিছুই ছিল না। তারা আমাদের সম্পদ লুট করে ধনী হয়ে এখন আমাদের দয়া দেখাচ্ছে। মহারানীর উদারতা দেখাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।