আমাদের কথা খুঁজে নিন

   

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ৩০ জন

এই ১০টি খেলার নাম চূড়ান্ত করে বৃহস্পতিবার সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

তবে সংখ্যা ঠিক হলেও এখনো ক্রীড়াবিদের নাম চূড়ান্ত হয়নি। বিওএ থেকে ফেডারেশনগুলোকে যত দ্রুত সম্ভব ক্রীড়াবিদদের নাম চূড়ান্ত করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শূটিং থেকে সর্বোচ্চ ৮ জন যাবেন স্কটল্যান্ডের গ্লাসগোতে। অ্যাথলেটিক্সে ২, সাঁতারে ২, ব্যাডমিন্টনে ২, সাইক্লিংয়ে ৩, টেবিল টেনিসে ৩, জিমন্যাস্টিক্সে ১, ভারোত্তোলনে ৪, কুস্তিতে ২ এবং বক্সিং থেকে ৩ জন ক্রীড়াবিদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিওএ।



২৩ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের জন্য শূটিং ও বক্সিংয়ের প্রস্তুতি গত ১০ জানুয়ারি থেকে শুরু হলেও বাকি খেলাগুলোর প্রস্তুতি কবে শুরু হবে তা এখনো ঠিক হয়নি।

এ ব্যাপারে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, “আমরা আশা করছি মার্চের প্রথম সপ্তাহ থেকে বাকি আটটি খেলার প্রস্তুতি শুরু করতে পারবো। অবশ্য প্রস্তুতির জন্য সরকারের কাছ থেকে আমরা এখনো কোনো টাকা পাইনি। ”

কমনওয়েলথ গেমসের প্রস্তুতি এবং অংশগ্রহণ বাবদ বিওএ ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাড়ে ৫ কোটি টাকার বাজেট জমা দিয়েছে। একই খাতে ইনচন এশিয়ান গেমসের জন্য সাড়ে ৭ কোটি টাকার বাজেট জমা দিয়েছে সংস্থাটি।



যদিও ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বাংলাদেশের খেলার সংখ্যা দ্বিগুণেরও বেশি। দক্ষিণ কোরিয়ার ইনচনে যাওয়ার জন্য বিওএ ২১টি খেলার প্রাথমিক তালিকা তৈরি করেছে। কমনওয়েলথ গেমসের ১০টি খেলার সঙ্গে যোগ হবে আরো ১১টি খেলা।

এগুলো হলো ফুটবল, আর্চারি, ক্রিকেট, হকি, কাবাডি, কারাতে, তায়কোয়ান্দো, ফেন্সিং, গলফ, বিচ ভলিবল ও দাবা।

এশিয়ান গেমসে ১৫২ জন ক্রীড়াবিদ পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিওএ।

আগামী শনিবার বিওএ’র সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.