২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ৮ সদস্যের বাংলাদেশ দলে ভারোত্তোলক মাত্র তিন জন, কোচ এক জন, বাকি চার জনই কর্মকর্তা।
তিন ভারোত্তোলক হলেন বিদ্যুৎ কুমার রায়, মাবিয়া আক্তার সীমান্ত এবং জোহরা আক্তার রেশমা।
শেষোক্ত দুজনের হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখা ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ জানান, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় দুই মহিলা ভারোত্তোলকের পারফরম্যান্স যথেষ্ট ভালো। তাই আমরা এই প্রতিযোগিতায় তাদের মাধ্যমে পদক জয়ের আশা করছি।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।