আমাদের কথা খুঁজে নিন

   

সরকার বিদ্যুত বানাইতে না পারলে ইউপিএস বানাউক

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার মনে হয় সরকারের বিদ্যুতের বদলে ই্উপিএস উৎপাদনের দিকে বেশী মনোনিবেশ করা উচিত। বিদ্যুত উৎপাদনজনিত টেন্ডারবাজিতে যেরকম টেনশন, বড় বড় ভাগ লইয়া কামড়াকামড়ি তার তুলনায় এটা অনেক আরামের, খুচরা ব্যবসার মত, নগদ টাকার আমদানি ঘটাইবে। সকল নেতাদের কাচাটাকা দিয়া স্বান্ত্বনা দেয়া যাবে আবার বিদ্যুত ক্রাইসিসও দূর হইবে। বিদ্যুত সমস্যার সমাধান করা তাদের পক্ষে যেহেতু সম্ভব না সেজন্য অলন্টারনেটিভ সমাধানের এই চেষ্টাটা করে দেখতে পারে। বিদ্যুৎপ্লান্ট করতে না পারলেও বিদ্যুৎ স্টোর করে রাখার যন্ত্র তারা ভালো বানাতে ও বেচতে পারবে। ইউপিএস উৎপাদনে রেডি শিল্প আছে এবং সরকার একটু তৎপর হলে মানে কাচামাল আমদানীর উপর ছাড় দিলে বা উৎপাদকদের কিছু বাড়তি সুবিধা দিলে ইউপিএসের মূল্য কমে যেতে বাধ্য। প্রতি ঘরে তখন ইউপিএস সরবরাহ করা সরকারের পক্ষে অনেক সুবিধাজনক হবে। দেশ পুরাই ফকফকা হইয়া যাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.