আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতা ছড়িয়েছে গ্রামেও

হরতালে সহিংসতা ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজধানীতে গতকাল ঢিলেঢালাভাবে হরতাল পালিত হলেও জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্ন সংঘর্ষের খকবর পাওয়া গেছে। তবে এযাবৎকালের সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে রাজধানীতে। তবে আতঙ্ক ছিল কমবেশি সারা দেশের সবখানে। চট্টগ্রামে নিহত হয়েছেন এক অটোরিকশা যাত্রী।

বগুড়ায় দৈনিক করতোয়ায় অফিস ও বাংলাদেশ ব্যাংক চত্বরে ককটেল হামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হয়েছেন। চাঁদপুরে মতলব দক্ষিণে পিকেটিংয়ের অভিযোগে যুবদলের চার কর্মীকে এক সপ্তাহের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার দেবীদ্বারে পুলিশের গাড়িতে হামলায় দুই পুলিশ, কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। ঝিনাইদহে তিনজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মোটের ওপর সারা দেশে গুলিবিদ্ধসহ আহত হয়েছে সাত শতাধিক ব্যক্তি। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শ'রও বেশি। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় একজনের মৃত্যু ও ৮ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আটক হয়েছে ১৮-দলীয় জোটের ১৮ নেতা-কর্মীকে। সকালে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় অটোরিকশা উল্টে নির্মল দাশ (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

অটোরিকশাটি মদুনাঘাট এলাকায় পৌঁছালে সেটি লক্ষ্য করে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সকালে নগরীর এ কে খান মোড়ে রেললাইনে আগুন দেওয়ার পর পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল ৮টার দিকে নগরীর কর্নেলহাটে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়লে অন্তত ৩০ জন আহত হন।

রাঙ্গুনিয়া উপজেলার শিলকে বোমা তৈরির আস্তানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি তাজা হাতবোমা ও ১২টি খোসা উদ্ধার করেছে। মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া : হরতালকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শহরের সাতটি স্থানে সংঘর্ষের সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত নেতা-কর্মী আহত হন।

এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হককে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পাওয়ার হাউজ রোডে গাছ ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা। শহরের গোকর্ণ রোডের সাবেরা সোবহান রোডে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সরকারি কলেজের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে পুলিশ গুলি চালায়।

বগুড়া : দৈনিক করতোয়া অফিস লক্ষ্য করে সন্ধ্যায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। দুটি ককটেল নিক্ষেপ করা হলেও এর একটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

অন্যদিকে শহরের বেলা সাড়ে ১১ টার সময় বাংলাদেশ ব্যাংক, বগুড়ার মুল ভবনের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ করে হরতাল সমর্থকরা। মাটিডালি মোড়ে ট্রাকের গ্লাস ভাঙচুরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। ১৮-দলীয় জোটের ৩০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ছাড়া শহরের বনানী, সাবগ্রাম, ছিলিমপুরে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বরিশাল : ভোরে নগরীর নতুন বাজার এলাকায় দুটি টেম্পোতে অগ্নিসংযোগের মাধ্যমে শুরু হয় হরতাল। বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় পাঁচটি মাহেন্দ আলফা ভাঙচুর। নগরীর শহীদ আলমগীর হোস্টেল এলাকায় একটি ও ১ নং সিঅ্যান্ডবি পোল এলাকায় আরও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করে পিকেটাররা। এতে অটোরিকশাচালক মারুফ হোসেন দগ্ধ হন। জেলার ১০ থানা এলাকা থেকে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।

খুলনা : সকালে পাওয়ার হাউজ মোড়ে মীনাবাজারের সামনে পিকেটাররা দুটি ট্রাক ও জিন্নাপাড়ায় তিনটি ইজিবাইক ভাঙচুর করে। আমতলা মোড়ে পিকেটাররা একটি ইজিবাইক ভাঙচুর করে। নগরীর শান্তিধাম মোড়ে সংবাদপত্রবাহী একটি পিকআপ ভাঙচুর করে তারা। খুলনার সিএমএম আদালতের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায়। আশুলিয়া : বগাবাড়ী এলাকার সন্দ্বীপ মার্কেটের সামনে একটি লেগুনায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে পিকেটাররা।

এতে আহত হয়েছেন চার যাত্রী। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাজশাহী : সকালে নগরীর মালোপাড়ায় ছাত্রদল-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশত রাউন্ড বাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় রাবার বুলেটের আঘাতে সাত ছাত্রদল কর্মী আহত হয়।

হরতালের সকালে নগরীর ছড়খড়ি বাইপাস, কাঁটাখালী, ভদ্রাসহ বিভিন্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। কিশোরগঞ্জ : আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ফুলেরঘাট বাজার। এ সময় লাঠিচার্জ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল ও স্থানীয় একটি পত্রিকার সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এদিকে শহরের একরামপুর এলাকায় ৮-১০টি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।

জামালপুর : সরিষাবাড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনায় পুলিশ ও শিশুসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। উপজেলার শিশুয়া বাঘমারা ব্রিজ এলাকায় পিকেটারদের বাধা দেয় আওয়ামী লীগ। এতে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও শটগানের গুলি ছোড়ার ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবলসহ গুলিবিদ্ধ হন ১২ জন।

কুমিল্লা : চৌদ্দগ্রামে পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষে চৌদ্দগ্রাম থানার ওসিসহ ১০ জন আহত হয়েছে। এ সময় জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জেলার দেবীদ্বার উপজেলার বিরাল্লায় টহলরত পুলিশের গাড়িতে পিকেটাররা ইট ছোড়ে। এতে দুই পুলিশ আহত হন। লক্ষ্মীপুর : হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশসহ আহত হয়েছেন ২০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে।

ফেনী : আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। এর মধ্যে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ট্রাংক রোডে যুবদল ছাত্রদলের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাদারীপুর : জেলা বিএনপির সভাপতির বাসায় হামলা ও চরমুগরিয়া এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। পাবনা : বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে মোটর ও ট্রাক শ্রমিক ফেডারেশন আয়োজিত এক প্রতিবাদ সভায় হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। তাদের হামলায় সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় ট্রাক শ্রমিক ফেডারেশন অফিস ভাঙচুর করা হয়।

নাটোর : লালপুর উপজেলার শ্রীরামগাড়ী গ্রামে রেললাইনের স্লিপার উপড়ে ফেলা হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় হাজার হাজার যাত্রী আটকা পড়ে। সাত ঘণ্টা পর দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মানিকগঞ্জ : ঘিওর উপজেলার বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেমে থাকা বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

গার্মেন্টস কর্মীদের পরিবহনের জন্য বাসটি সেখানে অবস্থান করছিল। ঝিনাইদহ : শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় সকালে শিবির মিছিল বের করে। এ সময় পুলিশ চার রাউন্ড গুলি ও দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। এদিকে হামদহ বাসস্ট্যান্ডে সাতটি ট্রাকে ভাঙচুর করেছে শিবির। কুষ্টিয়া : ভোর ৪টার দিকে কুমারখালীতে হরতাল সমর্থকরা তিনটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয়।

এ ছাড়া শনিবার গভীর রাতে ভেড়ামারার গোলাপনগরে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। দিনাজপুর : হরতাল উপেক্ষা করে মোটরসাইকেল চালানোর দায়ে কাহারোলে পিকেটারদের হাতে লাঞ্ছিত হয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রেজা হোসেন। তিনি ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ময়মনসিংহ : ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে ছয়জন শিবির কর্মী। সিলেট: সকালে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিন্দাবাজার থেকে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে সমাবেশ করে। চৌহাট্টা ও নয়াসড়ক এলাকায় ছাত্রদলের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে,শনিবার নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ বিএনপি ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। বরগুনা: বি এন পি ও অংঙ্গ সংগঠনের খন্ড খন্ড মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করে।

চাঁদপুর : পিকেটিংকালে মতলব(দ.) ও শাহারাস্তী উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির একটি মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা মহিলা দল ও আইনজীবি ফোরামের ব্যানারে শহরে মিছিল হয়। চাঁপাইনবাবগঞ্জ: সকালে শিবতলা এলাকায় পিকেটিংয়ের সময় ছাত্রদল ও শিবিরের ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে র্যাব ও পুলিশ ৬টি তাজা বোমা উদ্ধার করেছে।

ঝিনাইদহ: পিকেটিং করার সময় সকালে ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিনাকুন্ডু থেকে সদর থানা যুবদলের সাধারন সম্পাদকসহ ১১জন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ রাজধানীতে নিরুত্তাপ হরতাল: বিক্ষিপ্তভাবে গাড়ি ভাঙচুর ও কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া অনেকটাই নিরুত্তাপ ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা রাজধানীর হরতাল। ৮৪ ঘণ্টার টানা হরতালের প্রথম দিনে ব্যবসায়ীরা দোকানপাট তেমন একটা না খুললেও রাজধানীর সড়কগুলোতে ছিল প্রচুর যানবাহন। অন্যসব দিনের মতো গতকাল বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হতেও দেখা গেছে। অন্যদিকে, বিরোধী দলের নেতা-কর্মীদের চেয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দখলে ছিল রাজধানীর রাজপথ।

দলীয় মনোনয়নপত্র বিক্রির কারণে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে মনোনয়নপ্রত্যাশীরা গেছেন বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডির কার্যালয়ে। তবে হরতালে নাশকতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি ছিল র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রস্তুত ছিল ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি ভ্রাম্যমাণ আদালত। রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি না ছেড়ে গেলেও ট্রেন যথাসময়েই গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। গাড়ি ভাঙচুর, ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাতজন পিকেটারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

তাদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে সন্ধ্যা ছয়টার দিকে হরতাল সমর্থকরা কাওরানবাজার মোড়ে আইনপ্রয়োগকারী সংস্থার সামনেই পরপর ১১টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। বেলা দেড়টার দিকে দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজের অফিসের সামনে পর পর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ সময় পথচারী এবং আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় কর্তব্যরত পুলিশ নিষ্ক্রিয় ছিল। তবে কিছু সময় পর তাদের সক্রিয় দেখা গেলেও কাউকে আটক করতে পারেনি।

ভোর সাড়ে পাঁচটার দিকে শাহআলীর দিয়াবাড়ী এলাকার জনসেবা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন রনি নামের বাসের একজন স্টাফ ওই বাসটিতে ঘুমাচ্ছিলেন।

আগুনে রনি দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রনির শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে। সকাল সোয়া ৯টার দিকে ডেমরার মাতুয়াইল বাঁশেরপুলে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশেরপুল এলাকায় হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিল থেকে কয়েকজন যুবক স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও মালামাল সব পুড়ে যায়। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির শনিরআখড়ায় একটি মিছিল বের করে। একই সময়ে আজিমপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে লালবাগ থানা ছাত্রশিবির।

এ সময় তারা অন্তত ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল পৌনে ৭টার দিকে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৫-৬টি ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে তিতুমীর কলেজ শিবির সভাপতি নিজামউদ্দীন দুলালসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। একই সময়ে নারিন্দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিবির একটি মিছিল থেকে ৩টি ককটেল বিস্ফোরণ করে।

এসময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করে।

সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় জামায়াত-শিবির একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। একই সময়ে হাতিরঝিলে যুবদল একটি মিছিল বের করে। তারা মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায়।

একই সময়ে মুগদা মানিকনগরে স্বেচ্ছাসেবক দলের ৩০/৩৫ জন নেতা-কর্মী মিছিল বের করে। সকাল ৮টার দিকে মিরপুর মাজার রোডে স্থানীয় যুবদল একটি মিছিল বের করে। মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় একই সময়ে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ করে। এসময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোয়া আটটার দিকে হাজারীবাগে যুবদলের নেতা-কর্মীরা মিছিল থেকে অন্তত ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল সাড়ে আটটার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে ছাত্রদলের মিছিল থেকে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল পৌনে ৯টার দিকে ফার্মগেট তেজকুনি পাড়ায় ছাত্রদলের মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে যুবদল মিছিল বের করে। সকাল ১০টার দিকে আরকে মিশন রোডে জামায়াত-শিবির মিছিল বের করে।

এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মতিঝিল থানা শিবিরের সভাপতি কামাল আহমেদকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা।

বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৩টি ককটেল ছোড়ে হরতাল সমর্থকরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করে পল্টন থানা পুলিশ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.