আমাদের কথা খুঁজে নিন

   

‘সহিংসতা বন্ধ করুন’

শনিবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান বাংলাদেশের জার্মানি, মালয়শিয়া, নেদারল্যান্ডস, জাপান ও ফ্রান্সের যৌথ চেম্বারগুলো।
হেফাজতে ইসলাম নামে একটি মৌলবাদী সংগঠন ও প্রধান বিরোধী দলগুলোর ডাকা লাগাতার হরতালের মুখে এ বিবৃতি দিয়েছেন ব্যবসায়ী নেতারা, যাতে বাংলাদেশে ‘সেক্যুলারিজম’ রক্ষা করারও আহ্বান জানান তারা।
সকালের রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের পর এ বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিপর্যয় ‘দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবু সাখাওয়াত, বাংলাদেশ মালয়শিয়া অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সৈয়দ নুরুল ইসলাম, নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অরিল্ড ক্লোকারহগ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট শাহজাদা হামিদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস-প্রেসিডেন্ট হিরোইয়োকি ওয়াতাবে ও ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ উপস্থিত ছিলেন।


জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনজে, নেদারল্যান্ডস দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারেল রিখটার, জাপান দূতাবাসের মিশনের উপ-প্রধান হিরোইয়োকি মিনামি এতে উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিদেশি ও যৌথ চেম্বারগুলো অরাজনৈতিক প্রতিষ্ঠান। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সহায়তা করাই তাদের লক্ষ্য।
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী হরতাল একটি মৌলিক অধিকার। তবে হরতালের নামে কোনো ধরনের সহিংসতা ‘গ্রহণযোগ্য’ নয় বলে ব্যবসায়ী চেম্বারগুলো সর্বসম্মতভাবে একমত হয়েছে।


এতে আরো বলা হয়, ব্যবসায়ী চেম্বারগুলো সন্তুষ্ট যে সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি সেক্যুলার দেশ।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.