আমাদের কথা খুঁজে নিন

   

শোকার্ত আলোর নিচে

সামুদ্রিক বিভ্রম

স্খলনজনিত ভূ-মধ্য সাগরে যতবার গেছি, অবোধ্য স্বরে ততোবার সৃজিছ ভাষা; কখনো যাই নাই বাঙলা ছেড়ে দক্ষিণে উত্তরে; জেনেছি পূব আর পশ্চিমে কেবল সূর্যের যাতায়ত। কোথায় মানুষের ঢল বেশী -কাদা ছোড়াছুড়ি- কাদের পাশবিক উৎপাতে হরিণীরা কাঁপে- বিনয়ের নিঃশব্দজলে- দেখি নাই বার মাস বার মাসই, সাত দিনের সপ্তাহে এর বেশী কিছু বুঝি নাই- জানি নাই শহরে এসে গ্যালো অজর রোদের দিন তরুনী পুলিশের মেঘভারে- শুনি নাই হিংসায় জ্বলে গ্যাছে মহিলা হোষ্টেল- ২৪৫ নম্বর কক্ষের রঙ- নিবিষ্ট স্থপতি এক- জ্যামিতির লোভে সুত্রারোপ করেছি শুধু- শ্যামলেশ্যামলনীলনীলিমায় ভূ-মধ্য সাগরের সুপ্রকাশজল এনে দিলে- এমন বধির কানে আজ কত সুবর্ণ ভাষা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.