সামুদ্রিক বিভ্রম
ঘৃনা
প্রথমে তুমি আমার বিরোধী পক্ষ হও।
তারপর নীল ডায়েরী পড়া অপরাধ হিসাবে সাব্যস্ত করতে পারবে। ।
অভিমন্যুর রক্তস্রোত আমাদের এই নিরন্ন ভূগোলকে ---
তুমি এবঙ রক্তস্রাব খাঁ খাঁ রোদ্দুর ঝড়ের কবলে সে;
তাকে তুমি ও আগুন, বসতির সন্ধান দাও। ।
তুমি ডায়েরীতে কার নাম লেখ?
বস্ত্রহরণের কাহিনী আর অহল্যার পাথর জীবন
সীতা রাবনের সাথে মিলিত হলেই ভালো করতেন;
বাল মীকির দস্যুতায় ধরা পড়ে গেছে শিবলিঙ্গের
বহুগামীতা। ।
সেই নাম আমি। । সেই কবি আমি।
। যাকে তুমি সনির্বন্ধে
দেহ দান করে ঘৃনা করে চলেছ প্রচুর। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।