সামুদ্রিক বিভ্রম
কৃষ্ণচূড়া এবঙ আদালত-২
এই যেমন আমি স্বীকার করছি, ওই মেঘপুঞ্জে আমি রাত জাগি
এই যেমন আমি স্বীকার করছি ,বাম হাতে তীর্যক রোদ ধরে রাখি
এখন আমার মনে পড়ছে ‘আধিয়ার’ শব্দটি।
যাবার আগে বলে যাই
কবোষ্ণের ফাঁসির আদেশ কি সম্ভব হবে পৃথিবীর কোন আদালতে?
তোমাকে বলছি, শোন, অস্থি জুড়ে আছো
দধীচি নই- তবু লাল আগুনে পুড়ে যাচ্ছি- বিজ্ঞাপনের প্রখর আলোই
যথেষ্ঠ ছিলো; চুম্বনে অনীহা কোন ফৌজদারী অপরাধ নয়
এটা তোমাকে বুঝতে হবে- যেমন আমার পাঠকেরা বোঝেন।
এই যে ‘আধিয়ার’ শব্দটি; এটা কি এই কবিতায় একটি বিশেষ
নৈর্বেক্তিকতা সৃষ্টি করছে না? দিচ্ছে না ভিন্ন এক ব্যঞ্জনা?
তুমি কেন অভিন্ন হতে পারছ না মানবিক কৌটিল্য ভুলে;
কার নামে রাত জাগো? কে তোমাকে ইচ্ছা মৃত্যুর কথা বলেছিলো প্রথম;
যতি অস্বীকৃতি জানাও এসব বলতে
তবে আমি কৃষ্ণচুড়ার আদালতে বিবাদী পক্ষ হবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।