সামুদ্রিক বিভ্রম
শহরের গভীরে ঢুকলে এরকম অনুভূতি হয়। একা। শহরের গভীর মানে মধ্যরাতের শহর। সভ্যতা জুড়ে কেবল আপনিই জেগে আছেন। মনে হবে শহরময় জেগে থাকা ল্যাম্পপোস্টগুলো কী নির্জন এক শোকঘন আলোয় ভেসে যাচ্ছে; সেই শোকার্ত আলোয় আপনি একটি ম্লান চিরকুট হয়ে পড়ে আছেন শতাব্দি পুরোনো নিদর্শন হয়ে।
আর অদৃশ্য ধর্ষকের হাত থেকে আত্মরক্ষার্তা পাগলীনির অন্থিরতা কিম্বা কাতর শাটারগুলোর অনিদ্র আর্তনাদ মনে হবে গত শতাব্দি নিরর্থক সংলাপ মাত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।