আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনের ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে



১৫ সেপ্টেম্বর (রেডিও তেহরান): বৃটেনের ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা টিইউসি ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। বৃটেনের উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেষ্টারে টিইউসির এক বৈঠকে ইসরাইলের বসতিতে উৎপাদিত পণ্য বর্জনের আহবানের বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত মোতাবেক, টিইউসি, বৃটেনের সুপার মার্কেটসহ খুচরা পণ্য বিক্রেতাদেরকে ইসরাইলের বসতিতে উৎপাদিত পণ্য বর্জনের আহবান জানাবে। ইহুদিবাদী বসতিগুলোতে যে সব ভেষজ ও সৌন্দর্যবর্ধক পণ্য উৎপাদন করা হয় তাও বর্জনের ডাক দেয়া হবে। বৃটেনের জিবিএম ইউনিয়নের সাধারণ সম্পাদক পল কেনি বলেছেন, বক্তৃতা-বিবৃতি দেয়া বা সম্মেলনে বসে ইশতেহার গ্রহণ ছাড়াও বৃটেনের ইউনিয়নগুলো ফিলিস্তিনিদের জন্য সত্যিকার অর্থে কিছু করতে চায়। এখানে উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন বিরোধী সংগ্রামের সময় বৃটেনের ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা টিইউসি অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছিল। একটি খ্রিস্টান রাষ্ঠ্রের এই অবস্থা দেখে নিজেকে অনেক অপরাধী বোধ করছি. আমরা মুসলীম জাতি হিসেবে যা করতে পারছিনা, তারা খ্রিস্টান হয়ে তা করছে. মুসলীম রাষ্ঠ্রের প্রধান হয়েও একবারও প্রতিবাদ করলেননা শেখ হাসিনা. ছি ছি ছি হাসিনা নিজে কে মুসলমান হিসেবে দাবি করতে আপনার লজ্জা করে না. ভারতের পক্ষে জাতিসংঙ্গে অনেক সাফাই গেয়েছেন, এবার একবার হলেও ফিলিস্তিনিদের জন্য কোন কিছু করে আসুন.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.