আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিক্ষা শূন্যতায়

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

এক মুঠো অন্ধকার হাতে করে বসে আছি। তারার মেলার মিটিমিটি আলোখেলা নারকেল পাতায় পিছলে নামা জোস্নার ছায়া, আর ওই আলো আধারির অপরূপ খেলা এখন আর হ্রদয় আপ্লুত করে না। একরাশ কালো অন্ধকার হ্রদয়ে চেপে বসে আছি। কাশবনে হিমেল হাওয়া বসন্তের কোকিলের কুহুতান ধ্বনি কিংবা মাটি থেকে প্রথম বৃস্টির ভাপ ওঠা মিস্টি মধুর সোঁদা সোঁদা গন্ধ এখন আর হ্রদয়ে দোলা জাগায় না। এক জীবন অন্ধকার বুকে ধরে বসে আছি। শূন্যতার ভিতর, শূন্য চোখে অন্ধকারের দিকে চেয়ে আর শুধু প্রতিক্ষা প্রতি পলের তুমি ফিরে আসবে বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।