আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিক্ষা

প্রতিক্ষা শুধু তোমার -
নবনী বালাদের মতো পথ চেয়ে থাকা
বসন্তের মিলন আশায় গেঁথে বনীহার ।
তুমি আসবে, তোমারে পাবো বলেইত
অকাতরে সবুজ রাঙিয়ে রক্তে
ফুটিয়ে ছিলাম রক্তগোলাপ মনোসিক্তে ।

চুয়ান্ন হাজার বর্গ মাইলের সীমানায়
জট বাঁধা ছিল বাঙালীয়ানা চেতনায় ।
নয় মাস, তোমার সনে প্রেমে দৌড়ান
কত ভয় করে জয় তাজা প্রাণ করে ক্ষয়
মুক্ত করা হলো তোমায় ‘হে স্বাধীনতা অম্লান ।

তুমি এলে ধ্বনীত হয়ে বিশ্বে চমত্কা,
তবে শুধু এলে বাঙালিয় বাংলায়
বুকের সান্তনায় শোসনমুক্ত কান্তিমায় ।
তবে উদ্ভাসিত হলে না, লোকালে
ঘন মেঘের কালো ছায়ায় গোপনে নিরলে ।

গেল দিন ছলেঢলে, কত কাল ক্ষয় আশায় বহে
আজও খুঁজে প্রেমিকেরা হে স্বাধীনতা তোহে ।
আর কতো রাখিবে মোদের অপেক্ষায়
পূর্ণবিকাশ হতে বাঙালির চেতনায়
কবে আসিবে দোলে মিলিবে গলে আছি প্রতিক্ষায় ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।