আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিক্ষা

এখনও বসন্তের অনেক বাঁকি

তারপর কত কেঁদেছি আমি, কখনও বাতাসের কানে বলেছি তোমার খবর। তুমি বারবার সাড়া দিলে এ জীবনে মরু-সম তৃষ্ণা তুলে। এখনও জেগে জেগে কাটাই কত রজনী আজও হৃদয়ে তুমি আসোনি। আজও বেহালার তারে সেই সুর সাধি সকল তাল লয় ভুলে, শুধু সরবে চিৎকার করি। আজও নিশি জেগে, তবু তোমাকে চাই শেষ বিকেলের শেষ বেলা, তবু তোমাকে চাই। তুমি জেগে আছ ধুপ শিখা হয়ে শত যুগ ধরে প্রেমের বেদীতে প্রেমের শাওনে সিক্ত পাঁপড়ি গুলো ধুঁকে ধুঁকে শুকিয়ে যায়। তুমি আসবে জানি আসবে, হয়তো আসবেনা ! একটু ভালবাসবে নাকি ! জানিনা......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।