ভালো লাগে লিখতে তাই লিখি..............
আমার চাপা কান্নাগুলোন ঝরে পড়ে হৃদয়ে
বৃষ্টি ধারার মতন ,
হৃদপিন্ডের পাশে বুকের লুকায়িত ব্যাথাগুলো
যেন দুঃস্বপ্ন শত ।
কোথায় লুকায় রাখব মনের ক্ষতগুলো
নেই এর সীমা রেখা কোন ।
নীল জোসনায় আচল ভিজিয়ে পাহাড় চূড়ায় রয়েছি প্রতিক্ষায় ,
পিছনের গাঢ় নিকষ আধার,আমাকে সম্পূর্ন ঢেকে ফেলতে চায় ।
আজ কি হবে দেখা , স্বপ্ন পাখির সাথে?
আসবে কি সে দুঃখ মুছে, সঙ্গী হতে?
অতীতের কষ্ট স্মৃতির বোঝায় কষ্ট প্রাচীর
ভেঙ্গে পড়ছে এখন ,
সবকিছুর শেষ থাকার মত কষ্ট ভুলার
এই কি সেই লগন?
আজ কি মরচে ধরা হৃদয়, জাগবে ভুলে অভিমান?
ফুটবে নতুন ফুল? পাখিরা সুখে ধরবে আবার গান?
ধূসর মন অনুভূতি আপন করে রাঙ্গা হবে কি আবার?
আজ কি আমি পাব , মুক্ত হয়ে স্বপ্ন দেখার অধিকার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।