সাধারণত আগে একটা লিরিক লেখা হয়, তারপর তাতে সুর দেয়া হয়। আজকাল অনেকে সুরটা আগে করে নিয়ে তাতে একটা লিরিক বসিয়ে নেন। আবার কেউ গান লিখতে লিখতে তাতে সুর দেন, বা মনে মনে সুর ভাঁজতে ভাঁজতে তাতে কথা সাজাতে থাকেন। ... আমি এই সর্ব উপায়েই গান লিখি, মানে লিখতে বাধ্য
থেমে যায় আকাশের গান
ভেঙে যায় মেঘেদের মান
পাখিরা ঘুমিয়ে যায়
একাকী আমি বসে রই
তারাদের চোখেতে ঘুম
শিশিরের শব্দ নিঝুম
আসবে কথা দিয়ে আজ
তবু তুমি এলে আর কই?
তুমি নেই বলে
জোছনা গেছে চলে
তুমি নেই বলে অবহেলে
তুমি এলে জোনাক জ্বেলে
জেগে রবো তারাদের আকাশ তলে
তুমি এলে হেসে ফেলে
ছড়াবে চাঁদ জোছনা বিষাদ ভুলে ।।
মনে পড়ে যায়
কত না বলা কথা
মনে পড়ে যায়
একাকী সময়
আমার আপন আঁধার সাঁঝে
তুমিই এনে দিয়েছো আলোর ধারা
তাইতো সদাই হিয়ার মাঝে
তোমায় ভেবে ভেবে হই পাগলপারা ।।
[অ্যালবাম: অপ্রকাশিত
সুর: রিপন খান
কণ্ঠ: সান্তনা]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।