আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিক্ষা

অজানা অজানাই থাকুক , অচেনা অচেনাই ।

তুমি আমার হাত ধরে বিশাল ঐ আকাশপানে চেয়ে থাকতে যখন, আমি প্রশ্ন করতাম , কি দেখ অমন করে ? উত্তরঃ খুঁজি , বিশালতা । আমি বলতাম, কার ? উত্তরঃ তোমার ভালবাসার । আমি মিষ্টি হেসে বলতাম , কি পেলে? দুষ্টু হাসি মেশানো জবাবঃ বলব না , তোমার ভালবাসা !! আমি তোমার চেয়েও তোমায় বেশী ভালবাসি । আমি মেনে নিতাম , আর অপলক শুধু তোমায় দেখতাম ।

মনে কি পড়ে তোমার, আমাদের সেই ভালবাসার কথন ? মনে কি পড়ে তোমার ? সেই বিকেলটির কথা , ঘনায়মান আধাঁর উপেক্ষা করে ডুবন্ত সূর্যের শেষ স্নিগ্ধ আলোয় তোমার স্নান । নদীর তীরে বসে আমার ডাকে তোমার বিরক্ত কন্ঠের জবাব , জ্বালাতন করো না তো , আমায় ভিজতে দাও আলোয় ! উদ্দ্বীগ্ন আমার বার বার বলে উঠা , দেখো কটা বাজে , আধাঁর ঘনাচ্ছে , চল ফিরি । তুমি বললে, দেখ কী সুন্দর ! নদীর ওপ্রান্তে ডুবে যাচ্ছে সূর্যটা । কী চমৎকার আলো ছড়াচ্ছে !! আর উপেক্ষা না করে আমিও সুন্দরের খোঁজে দৃষ্টি মেললাম । কিন্তু এ কী !!! আমি বাক্যহীন, হতবাক হয়ে যাই সৌন্দর্যে ! দৃষ্টি সরে না আমার তোমার মুখ থেকে , রাঙা সোনালী এক আলোতে আলোকিত হয়ে আছ তুমি তোমা হতে ঠিকরে বেরুচ্ছে এক সুন্দর আলোকচ্ছটা ।

মুগ্ধ আমি চমকে যাই তোমার প্রশ্নে । ফুরিয়ে যাবার আগে সব কিছুই কি এমন সুন্দর হয়ে যায় ? আমি চুপ হয়ে যাই , চেয়ে দেখি ডুবে গেছে সূর্য । বুঝি তোমার প্রশ্ন , কিন্তু আমি উত্তরহীন , আমি ভীত এক অজানা ভয়ে । দেখতে কি পাও তুমি ? প্রতিটি নিশিযাপন করি আমি , উধঃপানে চেয়ে চেয়ে সুন্দর এক নক্ষত্রের খোঁজে , কিংবা নক্ষত্ররাজীর মিলনে যদি দৃশ্যমান হও তুমি ! আর একটিবার সুন্দর তোমাকে দেখতে চায় হৃদয় । একা তো রাখলে আমায়, বহু দিন ।

আর কতো ? অন্তত সেই সুন্দর সময়গুলোর স্মরণে দেখা দাও । তোমার সৌন্দর্যকে হৃদয়ে গেঁথে সুন্দর হব আমি । পৃথিবীর স্মৃতি থেকে ভ্রষ্ট হব আমি । অতঃপর ... নিঃশেষ ... বিলীন .... শান্তি .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।