ওয়াসিকুজ্জামান অনি
আমার হয়তো স্বপ্ন নেই,
মাঝে মাঝে আজকাল এ কথাটা বড় বেশী মনে হয়,
আশপাশে হাজারো মানুষ দেখি, নানা রকম, নানা রঙের,
সবাই স্বপ্ন বিলাসী, সবাই ছুটছে স্বপ্নের পিছে,
কারো স্বপ্নে আকাশ কুসুম ভেঙ্গে পড়ে,
কারো স্বপ্নে শুধুইবা শুকনো রুটি,
আমার ঝুটি ধরে নাড়া দিলেও স্বপ্ন দেখিনা,
রোজকার সকাল রাত্তিরে এসে হারj্যে যায়,
সেই একি রকম, মনে হয় বাচতে হয় বলেই শুধু বেচে থাকা।
এক দিন ছিলো যখন তোমার মত আমিও স্বপ্ন দেখতাম,
জিবনের রঙ্গীন খাতায় আকিবুকি কাটতাম,
জীবন ছিলো পাখির পালক,
ছেলেবেলায় ঘুড়ি উরিয়ে আর মাঠ ঘাট দাপিয়ে খেলাতেই স্বপ্ন ছিলো,
তারুন্যে কলেজের কেন্টিনে গেলাস গেলাস চায়ের কাপ আর
ঠুনকো রাজনিতীর অলিতে গলীতে সেই তারুন্যের অপচয়,
তার পর কলম পেশার যুগে মুখ বুজে টাকার পেছনে ছোটা,
ছোট একটা ঘর, মায়ার বাধন স্ত্রী, পুত্র, কন্যা ,
কাচাবাজার আর ঈদ পরবের আনন্দ উতসব,
এই ছিলো জীবনের সব স্বপ্ন?
আজ কতকাল পরে একা একা জীবনের সালতামামী করি,
কোন স্বপ্ন মেলে, কোন স্বপ্ন আর কখোনই মিলবেনা,
অনেক পথের সাথি স্ত্রী সেই কবে চলে গেছে না ফেরার দেশে,
পুত্র কন্যারা জগতের নিয়মে সবাই ব্যাস্ত,
আমার জীবন তাই কাটে এই অন্ধকার ঘরে,
জীবনও আমাতে মনে হয় ক্লান্ত হয়ে গেছে,
আত্বসমর্পন করা শরীর তার পরো টিকে আছে।
আমার সময় আমাকে ছেড়ে গেছে সেই কবে,
স্বপ্নরা পালিয়েছে নতুন আধারে,
আমার শুধু প্রতিক্ষার কাল,
কবে কখন সেই অজানা পথের রেল গাড়ীতে চাপবো,
তাহলে তো স্বপ্ন নেই কথাটাও ঠিক নয়,
এটাও তো স্বপ্ন, চলে যাবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।