পরিবর্তনের জন্য লেখালেখি
ডাকলেই যাই
দ্বিধাহীন ফেলে দিয়ে যত পিছুটান
মায়াময় কুহু ডাকা মান অভিমান
না যাওয়ায় অভিসারী বাসনা শ্মশান।
ফেরালেই ফিরি -
ছোট ছোট , একা একা , অতীত বাসর
মায়া না কি ছায়া, না কি … স্বপনেরও ঘর
পায়ে ঠেলে আপনাকে করেছিনু পর !
বৃত্তের ওপারে
আমি থাকি । তুমি থাকো । রেখা গুলো বেকে
বার বার পিছু ফেরো নিজেদের থেকে ।
দয়া করে ফেরাবে কি একবার ডেকে?
নিরবেই থাকো
ডেকে এনে আমাকেই । দারোয়ানি রাখো
নিজ দোরে। এই ঘোরে আর রেখো নাকো ।
“ ফিরে যাও” , বলে , কাছে একবার ডাকো !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।