যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আমার একটা জটিল উপলব্ধি হয়েছে। ধর্ম অবমাননা করে আসলে কিছু অর্জন করা যায় না। নিরন্ন, অভুক্ত মানুষের জন্য কাজ করার আগ্রহ যদি থাকে তাদের ধর্মের বিশ্বাসকে চটিয়ে তা করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে কারো ধর্মবিশ্বাস নিয়ে সংঘাতপূর্ণ অবস্থানে যাবারই দরকার দেখি না - মানুষের সামগ্রিক অর্থনৈতিক বিকাশের স্বার্থে মানুষজন নিজের ধর্মবোধকেই পরিবর্তন করে নিচ্ছে অভ্যন্তরীণভাবে, প্রয়োজনে। তুমি লিখতে থাকো। কেবল মুক্তিযুদ্ধকে অবমাননা করে কিছু লিখো না, আমি তোমার ধর্মকেও অবমাননা করে লিখবো না কিছু।
ফিরে আসো, তোমার লেখার মান তো নষ্ট হয়ে যাবে বিনাচর্চায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।