আমাদের কথা খুঁজে নিন

   

দায়

আমি আমার কাপুরুষোচিত দায় স্বীকার করে নিলাম। সারি সারি লাশ বিহবল চোখে ধিক্কার জানায়- দেখেও দেখি না দিনযাপনের গন্ধে লাশের গন্ধ চাপা দেই, দায় স্বীকার করে নিলাম। কংক্রীট, ইট কিংবা পাথরে গেঁথে থাকে না দ্বিতীয় কারও প্রিয়জন (আমার তো কেউ নয়ই) ; স্বজাতির জুতার তলায় আর লালায়িত শ্বদন্তে বিদ্ধ থাকে সস্তা প্রানগুলো। মৌলিকের চেয়েও তুচ্ছ অধিকারহীন বিব্রত জনপদে নির্বিকার থাকি- আমি আমার দায় নির্লজ্জভাবে স্বীকার করলাম। আমার অতীত অথবা ভবিষ্যতের মহাপরিকল্পনায়ও তারা নেই, আমার দায় স্বীকারেও বিবেকে বাঁধে না- কারো কিছু যায় আসে না, নিজের তো নয়ই। বুকের ভিতর তুলোর মতো দীর্ঘশ্বাস ওড়ে, আলোছায়ায়- সারা বেলায় দীর্ঘশ্বাস ওড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।