আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৯ জন নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও ক্লাস প্রতিনিধি সাদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার, বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন গড়িয়েছে ৬ষ্ঠ দিনে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পথচিত্র অঙ্কন করে। সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় '৭১-এর পাদদেশে মিলিত হতে থাকে শিক্ষার্থীরা। পরে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জব্বারের মোড়, কেআর মার্কেট হয়ে পুনরায় বিজয় '৭১-এ এসে শেষ হয়। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সাদ হত্যাকারীদের বিচারের দাবিতে সংগ্রামী সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শোকর্যালি করেছে ছাত্রলীগ কর্মীরা। এদিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী ছাত্রীদের হল থেকে আন্দোলনে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.