আমাদের কথা খুঁজে নিন

   

টানা ৯ দিনের অবরোধ আসছে

রাজনৈতিক সংকট সমাধানে নাটকীয় কোনো পরিবর্তন না হলে ১৭ থেকে ২৫ ডিসেম্বর টানা ৯ দিনের অবরোধ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সারা দেশে সড়ক, রেল ও নৌপথে সর্বাত্দক এ অবরোধ কর্মসূচি পালন করবে বিরোধী জোট। এর পরও সরকার দাবি না মানলে অসহযোগ কর্মসূচি দেওয়ার কথা বিবেচনা করছে ১৮ দল। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। অন্যদিকে ১৫ ডিসেম্বর রবিবার রাজধানীতে বিজয় র্যালি উপলক্ষে বিশাল শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে ১৮-দলীয় জোট। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির পাশাপাশি আগামী শুক্রবার চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষেও নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন প্রসঙ্গে বলেন, আন্দোলন ও সংলাপ একসঙ্গে চলবে। যখন সরকার গণদাবি মেনে নেবে তখন থেকে আর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে না। আর সরকার যদি দ্রুত নির্দলীয় সরকারের গণদাবি মেনে না নেয়, তবে সামনের দিনগুলোয় আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলন সম্পর্কে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরেকটু বেশি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান আন্দোলনে এমনিতেই এখন গণদাবি পূরণ হওয়ার পথে। এ সময় বিদেশি বন্ধুরা এসে অতিরিক্ত কষ্ট করছেন। আশা করি এর মধ্যেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা চাই একটি লেভেল প্লেয়িং গ্রাউন্ড। আর এ জন্য দরকার একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। নির্দলীয় সরকারের এ গণদাবিতে সারা দেশে যে গণআন্দোলন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। পাশাপাশি আলোচনাও চালিয়ে যাব। কারণ আমরা সব সময়ই সংলাপের মাধ্যমে সমঝোতায় বিশ্বাসী। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে বিএনপির কর্মসূচি : ১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে সারা দেশে জেলা, উপজেলা, থানা এবং মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীতে সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্তানে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। ওই দিন বিকালে জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পর দিন ১৫ ডিসেম্বর সারা দেশে সব ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা ও মহানগরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কেবল ঢাকা মহানগরীতে এর আগে ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের পরিবর্তে বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। এ ছাড়াও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সারা দেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ঢাকায় ভোর সাড়ে ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন সকাল সাড়ে ৮টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয়সহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.