আমাদের কথা খুঁজে নিন

   

সাত জেলায় ৯৫ জন গ্রেফতার

বিভিন্ন জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল সকাল পর্যন্ত সাত জেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯৫ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট : মঙ্গলবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর পুলিশ ৯ জন ও জেলা পুলিশ ২৮ জনকে গ্রেফতার করে। তাদের বেশির ভাগই ১৮ দলীয় জোটের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আইয়ুব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। দিনাজপুর : ১৩ উপজেলায় যৌথবাহিনী বিএনপি ও জামায়াত-শিবির কর্মীসহ ২১ জনকে আটক করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিএনপির তিন ও জামায়াতের তিন কর্মী এবং বিভিন্ন মামলার আসামিসহ ২১ জনকে আটক করা হয়েছে। যৌথবাহিনী ১০ দিনে ২২৯ জনকে আটক করেছে বলে জানা গেছে। কুমিল্লা : যৌথবাহিনী মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে বিএনপি, জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বিএনপির তিনজন এবং জামায়াতের তিনজন নেতা-কর্মী রয়েছে। তাদের নামে হরতাল ও অবরোধে নাশকতার মামলা রয়েছে। মৌলভীবাজার : মঙ্গলবার রাতে নাশকতার দায়ে জুড়ী উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে জামায়াত কর্মী সুলতান আহমদকে (৩০) আটক করেছে যৌথবাহিনী। গতকাল ভোরে রাজনগর উপজেলায় অবরোধ চলাকালে নাশকতার দায়ে নন্দীউড়া গ্রামের নিঙ্ন ও নিলুধ নন্দীকে আটক করেছে যৌথবাহিনী। নোয়াখালী : নাশকতামূলক কাজের পরিকল্পনা ও সহিংসতার সঙ্গে জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৬ জন, জামায়াতের ১ জন ও শিবিরের ২ কর্মী রয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নীলফামারী : গতকাল সদর উপজেলার ইটাখোলা এবং লক্ষ্মীচাপ ইউনিয়নে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন লক্ষ্মীচাপ ইউনিয়নের জয়নাল আবেদীন (৪৩) ও ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের মোমিনুর রহমান (৫০)। দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। চাঁদপুর : মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বিরোধী জোটের ১৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সদর উপজেলা বিএনপির ২, হাজীগঞ্জ উপজেলা বিএনপির ১৪ ও মতলব (দক্ষিণ) উপজেলা জামায়াতের একজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.