আমাদের কথা খুঁজে নিন

   

ফের ৯ গোলে হার

দক্ষিণ কোরিয়ার কাছে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। এই কোরিয়া আবার পরবর্তী ম্যাচে ভারতের কাছে হেরে যায়। সুতরাং গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ কি যে করবে সে ধারণা সবারই ছিল। মাঝে মধ্যে তো আবার অঘটনও ঘটে, তাই বাংলাদেশ যদি ভারতকে রুখে দেয় সে অপেক্ষা কাজও করছিল কারও কারও ভেতর। না, সেই ক্যারিশমা দেখানো সম্ভব হয়নি জিমি-চয়নদের। এশিয়া কাপ হকিতে গ্রুপের শেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত খেলায় ভারত ৯-১ গোলে বাংলাদেশকে পরাজিত করেছে। এ জয়ে পুরো ৯ পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হলো। সেমিফাইনালে তারা মালয়েশিয়ার বিপক্ষে লড়বে। অন্যদিকে অপর গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান সেমিফাইনালে লড়বে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া কাল ১০-০ গোলে ওমানকে পরাজিত করে। দলবদল ও নির্বাচনকে কেন্দ্র করে খেলোয়াড়রা এবার বাধার সম্মুখীন হয়েছিলেন।

তারপরও আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারের মতো দীর্ঘমেয়াদি প্রস্তুতি আর কখনো হয়নি। তারপরও সবাই নিশ্চিত ছিলেন ভারত বা কোরিয়াকে রুখে দেওয়া সম্ভব হবে না। শেষ পর্যন্ত হয়েছেও তাই, কিন্তু দেশবাসী হতবাক হয়ে গেছেন ওমানের বিপক্ষে ফলাফল দেখে। ওয়ার্ল্ড হকি লিগে যেখানে দাঁড়াতে পারেনি সেখানে কিনা এশিয়া কাপে ওমান পাত্তাই দিল না বাংলাদেশকে। কেন এমন হলো, এ প্রশ্নটা এখন সবার। একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে উন্নয়নের কথা যতই বলা হোক না কেন কর্মকর্তারা দ্বন্দ্বে জড়ালে হকি যে অন্ধকারে অগ্রসর হবে তা প্রমাণ মিলল এশিয়া কাপে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.