আমাদের কথা খুঁজে নিন

   

২৯ ভারতীয় জেলে কারাগারে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় বাগেরহাটের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় দুটি ফিশিং ট্রলারসহ ২৯ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার রাতে আটক ভারতীয় জেলেদের মংলা থানায় সোপর্দের পর গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মংলা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় সুন্দরবনের উপকূলের বাগেরহাটে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধ্য অনুপ্রবেশ করে দুটি ট্রলারসহ ২৯ জন ভারতীয় জেলে মাছ ধরার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে দুটি ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের রাত ১১টায় মংলা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় নৌবাহিনীর পিও এম জাকির হোসেন বাদী হয়ে মংলা থানায় একটি মামলা করেছেন। আটক সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চবি্বশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন তপন দাস, জ্যোতিষ দাস, রিটন দাস, ধনা দাস, অবদ বিশ্বাস, চিত্তরঞ্জন দাস, অভিজিৎ দাস, অনিল দাস, আকাশ দাস, রুপম দাস, মরণ দাস, অভিজিৎ, দুলাল দাস, মোহনকৃষ্ণ, অভিরঞ্জন দাস, যোগ্য দাস, বনমালী দাস, ছোটন দাস, মৃত্যুঞ্জয় দাস, গঙ্গাধর দাস, হাকিম আলী ওরফে বাবলু, সেন্টু মণ্ডল, নিরঞ্জন দাস , সেন্টু দাস, প্রকাশ দাস, মনোরঞ্জন দাস, রুপম দাস, লালমোহন দাস ও ধ্রুব দাস। অন্যদিকে, ২০১২ সালের ৪ নভেম্বর দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে নৌবাহিনীর হাতে আটক হয়। পরে জেলহাজতে পাঠানো হলে মামলা শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের ভারতীয় দূতাবাসের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.