দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় কলেজশিক্ষক ও চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন এক কৃষক। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ভোলা, শেরপুরের নালিতাবাড়ীতে দুজন করে এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নওগাঁয় একজন করে নিহত হয়েছেন।
দিনাজপুর : নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের চকদলু নারায়ণপুর নামক স্থানে গতকাল ট্রাক্টরের ধাক্কায় কলেজশিক্ষক মোটরসাইকেল আরোহী মাজহারুল ইসলাম নিহত হয়েছেন। মাজহারুল ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি কলেজের শিক্ষক ও চৌরিয়া গ্রামের রউফের ছেলে।
চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে ট্রাক্টর চাপায় নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী কৃষক রমজান আলী। গতকাল সকালে রমজান কার্পাসডাঙ্গা বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ভোলা : চরফ্যাশন উপজেলার চরশশীভূষণ এলাকায় গতকাল মোটরসাইকেলের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন নাঈম ও তসলিম। নালিতাবাড়ী : উপজেলার কাপাসিয়া এলাকায় গতকাল ভটভটি চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার সোহাগপুর গ্রামের হাসমত আলীর মেয়ে হাসনা ও রানীগাঁও গ্রামের গোলাপ কাদিরের স্ত্রী অরফুলি। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরের শ্রীরামপুর নামক স্থানে গতকাল নসিমনের ধাক্কায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবি আক্তার নামে একজন নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে সেজারা খাতুন, মাসুম ও হাসিকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ : সদর উপজেলার পাহাড়পুরে সিএনজি অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম আফরোজা বেগম। আহতরা হলেন আফরোজার স্বামী আবদুর রউফ ও শিশুকন্যা রিতু। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে গতকাল বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।