আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের খোঁজে....



আমার তো দারুচিনি দ্বীপ নেই প্রবাল মাখা সন্ধ্যায় নেই লিলুয়া বাতাস- যা আছে তা হলো উদাসী তারার সাথে গল্প করার বাস্তবতা... ঝিল পাড়ে দাড়িয়ে থাকা বর্ষায় আমাকে সাদা দাড়কাঁক হিসাবে মানাবে না, যে বাউন্ডেলে বাতাসে মিলে মিশে একাকার হয় ভালোবাসা আমি তার মুখে ছিপ ফেলে বসে করি রোদ্রগাহন, তাম্রবর্ণের গাত্রে আমি ফুল আর পাখিদের মত নই আমি অপার পৃথিবীর মাঝখানে নিরুদ্বিগ্ন এক কবি, আমি ধ্যানমগ্ন হই- কখনও আলস্যে প্রার্থণা করতে ভুল হয় তাবৎ সৌন্দর্যে... তবু অপেক্ষার বন্ধ দরজায় কড়া নাড়ি, ধ্যান ভেন্গে- প্রার্থনা ভুলে ছুটতে থাকি... ছুটতে থাকি আমি আমার ঈশ্বরের খোঁজে.....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।