আমাদের কথা খুঁজে নিন

   

কাকতালীয়

আমি শুধু একজনার

আর কিছু দিন পর আসবে খুশির ঈদ। টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হয়ে গেছে অনুষ্ঠানসূচীর বিজ্ঞাপন। বিজ্ঞাপনে পিছিয়ে নেই মোবাইল কোম্পানী গুলো বা অন্য প্রতিষ্ঠানগুলো। গত বছর একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান সূচীর বিজ্ঞাপন ছিল এরকম: দুই ভাই বোন মাঠে খেলা করেছে এমন সময় আকাশে ঈদের চাঁত উঠেছে বোনটি ভাইকে সম্বোধন করে বলছে "এই রতন দেখ আকাশে চাঁদ উঠেছে, কাল ঈদ" তার পর শুরু হয় দিন ভিত্তিক অনুষ্ঠান মালার ফিরিস্তি। আর এই ঈদে একটি মোবাইল ফোন কোম্পানী বয়েজ এসএএস এর বিজ্ঞাপন দিতে গিয়ে ব্যবহার করছে একজনের নাম। বিষয়টি এরকম বাবর মোবালই একটি বয়েজ মেসেজ আসে এবং একটি গান বেজে উঠে, মেয়ে সে মেসেজ শুনে বাবাকে প্রশ্ন করে এটা সাদিক ভাই এর কন্ঠ না? বিষয়টি কাকতালীয় যে আমার স্কুল জীবনের দুই বন্ধুর নাম রতন ও সাদিক । রতন বর্তমানে আছে একটি সফটওয়ার কোম্পানীতে আর সাদিক বার্জার পেইন্ট এর সহকারী ব্যবস্থাপক। সবাই সুস্থ থাকুন। তবে একটি প্রত্যাশা আপনার কাছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।