আমাদের কথা খুঁজে নিন

   

কাকতালীয়

those who mind don't matter and those who matter don't mind
মাত্র ৬ দিনের মাথায় কিভাবে একটা সম্পর্ক তৈরী হতে পারে সুপর্নার জানা নেই.... সবকিছু পরিকল্পনা করে করা সুপর্নার জীবনে এমন একটা কিছু ঘটে যেতে পারে সেটা সুপর্নাও কোনদিন কল্পনা করেনি ...রাকিনের সাথে পরিচয়ের গল্পটা খুব অদ্ভুত...সুপর্ণার ডায়েরিতে একটা পাতা ছিল নাম অসম্ভব চাওয়াগুলো....মাত্র ৬ টাই বিশেষণ লেখা ছিল তাতে ...সৎ সাহসী স্পষ্টভাষী দায়িত্ববান বুদ্ধিমান আর হাসিখুশি....তারিখটা আজও মনে আছে সুপর্নার..২ রা মে...ইউনিভারসিটি থেকে বের হতেই সুপর্ণা শুনলো প্রচন্ড গোলাগুলির শব্দ....ভয় পেয়ে সুপর্ণা যখন আশেপাশে অসহায় ভঙ্গিতে তাকাচ্ছে তখন হঠাৎ করে কোথা থেকে দার্শনিক প্রকৃতির ছেলেটা সামনে এসে দাড়িয়ে বলল এভাবে এখানে দাড়িয়ে না থেকে পেছনের গেটটা দিয়ে দ্রুত চলে যান...সুপর্ণার ভয় দেখে রাকিন বলল আচ্ছা চলুন আমিও ওদিকেই যাচ্ছি...তারপর সুপর্নাকে রিক্সা ঠিক করে দিয়ে রাকিন তার ফোন নম্বরটা দিয়ে বলল ঠিকমত পৌছালেন কিনা জানাবেন....রিক্সায় উঠে সুপর্নার খেয়াল হলো নামটাই জিগ্গেস করা হইনি....বাসায় এসে সুপর্ণা একটু ইতস্তত বোধ করলো ...ফোন কি করা উঠিত...অনেক ভেবে বিকেলবেলা রাকিনকে একটা ছোট্ এসএমএস করল...আপনাকে অনেক ধন্যবাদ আমি পৌছেছি...আপনি ঠিক আছেন তো...পরদিন ইউনিভারসিটি কাফেতে আবার দেখা রাকিনের সাথে...সুপর্ণা সামনে গিয়ে একটু হেসে বলল চিনতে পারছেন....রাকিন হেসে বলল চেহারাটা তো খুব পরিচিত কিন্তু নামটা বোধয় জানা হইনি ...আমি সুপর্ণা...ফার্মাসি ২য়বর্ষ ...আমি রাকিন...জেনেটিক ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ..রাকিনের মজার মজার সব গল্প শুনতে শুনতে কখন যে ১ ঘন্টা কেটে গেল সুপর্ণা টের পেলনা...শেষে বলল কাল থেকে আমাদের কালচারাল উইক শুরু আসবেন কিন্তু...পরেরদিন অনুষ্ঠানের মাঝে নিজের অন্য বন্ধুদের সাথে রাকিনকে পরিচয় করিয়ে দিল সুপর্ণা...অবাক হয়ে আবিষ্কার করলো রাকিন একজন নিয়মিত বিতার্কিক এবং সে বাদে মোটামুটি বাকি সবার কাছেই সে ভীষণ পরিচিত ...বাসায় ফিরে সুপর্নার অস্থির লাগতে লাগলো...মনে হচ্ছিল কি যেন একটা ও জানে আবার জানেনা...কিন্তু ব্যাপারটা ধরতে পারলনা...হঠাত রাকিনের এসএমএস পেল আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগলো...সুপর্নাও হঠাৎ বুঝতে পারল সমস্যাটা কি...বুঝতে পেরে হতভম্ব হয়ে গেল...আশ্চর্য তার মত বাস্তববাদী মেয়ে কিভাবে এরকম সিনেমার মত ২ দিনে প্রেমে পড়ে গেল...নিজের উপরই সুপর্নার রাগ লাগতে লাগলো...মোবাইলটা অফ করে সুপর্ণা ডায়েরি লিখতে বসলো...ডায়েরি লিখলে মন যতই বিক্ষিপ্ত থাকুক শান্ত হয়ে যায়...আচ্ছা আজকে কি হচ্ছে এসব..ডায়েরি খুলতেই সবার আগে বেরিয়ে এলো সেই বিখ্যাত পাতা...৬ টা বিশেষণ চোখে পড়তেই সুপর্নার ভয়ানক কান্না পেতে লাগলো..ডায়েরি বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো সুপর্ণা...এর পরের দিন আবার রাকিনের সাথে দেখা...রাকিন দূর থেকে হ্যালো বলে চলে গেল...উফ নিশ্চয় রাকিন সুপর্নার মনের পাগলামি বুঝতে পেরেছে...লজ্জায় সুপর্ণা লালহয়ে গেল...রাকিন নিশ্চয় তারমত এরকম অদ্ভুত সব চিন্তায় বিভোর না...ভাবতে ভাবতে ক্লাসের সময় হয়ে গেল...পরেরদিন রাকিন আবার হ্যালো বলল...সুপর্ণা হয়ত একটু অভিমান করেছিল...রাগ করে যখন চলে যাচ্ছিল রাকিন তাকে থামিয়ে বলল...একটু দাড়ান...কালকের আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন?....আশ্চর্য কোন ব্যবহার?...সুপর্ণা না বোঝার ভান করে..রাকিন বলল আপনাকে সব বলব তবে আপনি আমাকে ভুল বুঝতে পারবেন না...সুপর্ণা তো অবাক একি তার কথাগুলো রাকিন বলছে কেন...রাকিন বলল আমাকে একটু সময় দিন কাল এই সময়ে এখানে থাকবেন...সারাদিন সুপর্নার কোনো কিছুতে মন বসলনা...নিশ্চয় রাকিন বলবে যে সে সুপর্নার ব্যাপরে এরকম ভাবছেনা...সুপর্ণা যেন আর ভাবনাগুলোকে ডানা মেলতে না দেয়...অবশেষে সময় আসল...রাকিন আসল...হাতে একটা ডায়েরি...কোনো ভুমিকা না করেই রাকিন বলতে শুরু করল..আপনাকে যেদিন প্রথম দেখলাম সেদিনই আপনাকে ভালো লেগেছে আমার...বহুবার চিন্তা করেও যখন আমার এরকম যুক্তিহীন আচরণের সুরাহা করতে পারছিলাম না তখন ডায়েরি লিখতে বসলাম....ডায়েরিতে কি পেলাম জানেন?...আমার পছন্দের ৬ টা বিশেষণ...সরল ..বন্ধুসুলভ...মেধাবী...সংস্কৃতিমনা...সতস্ফুর্ত আর বাস্তববাদী....আপনার সাথে দেখলাম সবগুলোই মিলে যায়..তখনি বুঝতে পারলাম মনের অজান্তে হয়ত আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি...যদিও আপনি কতটা বাস্তববাদী তা নিয়ে এখনও সংশয় আছে আমার...ঐদিন যেভাবে গোলাগুলির মধ্যে দাড়িয়ে ছিলেন..মৃদু হেসে বলল রাকিন...সুপর্ণা এত অবাক মনে হয় সারা জীবনেও হয়নি..রাকিনের দিকে তাকিয়ে বলল...আমার গল্পটাও একই জানেন..শুধু বিশেষনগুলো আলাদা এই যা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।