আমাদের কথা খুঁজে নিন

   

কাকতালীয় মৃত্যু!

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

আমেরিকার ইতিহাসে দু'টি মর্মান্তিক অথচ কাকতালীয় মৃত্যুর ঘটনা আমরা অনেকেই জানি। ঘটনা দুটো প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আর জন এফ কেনেডির। এ দুজনের মৃত্যুর ঘটনায় অদ্ভুদ ধরনের মিল পাওয়া যায়। ইতহাসে একে নাম দেয়া হয়েছে প্যারাল্যলস অব ডেথ।

মিল কি রকম তা এবার আমরা দেখি:......... ১। আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬০ সালে আর জন এফ কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬০ সালে অথাৎ ১০০ বছর পর। ২। দু'জন প্রেসিডেন্টই কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। ৩।

দু'জনই নিহত হন শুক্রবার। ৪। স্ত্রীদের উপস্থিতিতে তাদের মৃত্যু হয়। ৫। তাদের দুজনের স্ত্রীই হোয়াইট হাউসে থাকাকালীর একটি করে ছেলে হারান।

৬। দু'জনেই মাথার পিছন থেকে বুলেটবিদ্ধ হন। ৭। তাদের দু'জনেরই ভাইস প্রেসিডেন্টের নাম ছিল জনসন। ৮।

এন্ড্র জনসন ১৮০৮ এ এবং লিন্ডন জনসন ১৯০৮ খ্রি: জন্ম নেন। ৯। লিংকনের একান্ত সচিবের নাম 'জন' দিয়ে শুরু এবং কেনেডির একান্ত সচিবের নাম 'লিংকন' দিয়ে শুরু। ১০। লিংকনের আততায়ী জন উইকস বুথ জন্ম নেন ১৮৩৯ খ্রিষ্টাব্দে এবং কেনেডির আততায়ী লি হারভে অসওয়াল্ড জন্ম নেন ১৯৩৯ খ্রিষ্টাব্দে।

১১। আততায়ী দু'জনই দক্ষিণের বাসিন্দা। দু'জনই চরমপন্থী। ১২। বিচারের আগেই দু'জনকে হত্যা করা হয়।

১৩। লিংকনকে গুলি করে বুথ গুদামে লুকায়, অসওয়াল্ড গুদামের ভিতর থেকে গুলি করে থিয়েটারে পালিয়ে যায়। ১৪। লিংকন ও কেনেডির ৭টি করে চিঠি পাওয়া গেছে। ১৫।

এনড্র জনসন আর লিন্ডন জনসনের পাওয়া গেছে ১৩টি করে চিঠি। ১৬। জন উইকস বুথ এবং লি হারভে অসওয়াল্ড দু'জনই ১৫টি করে চিঠি লিখেছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।