গভীর কিছু শেখার আছে ....
এটিএন বাংলায় প্রতি সোমবার রাত ৯-২০ মিনিটে প্রচারিত হচ্ছে ভিন্নধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান "মিজান মেধাবী দেশের মুখ"। আজ ৩০ আগস্ট সোমবার প্রচারিত হবে এর ৪র্থ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবুল হায়াত। "মিজান মেধাবী দেশের মুখ" ও ঈদের নাটক নিয়ে তাঁর কথা হলো রবিবার দুপুরে। সেগুলো শেয়ার করলাম এখানে-
'মিজান মেধাবী দেশের মুখ' অনুষ্ঠানটি সম্পর্কে বলুন।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের অংশগ্রহণে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান 'মিজান মেধাবী দেশের মুখ'। দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা ও আর্থিক অনুদান প্রদানের লৰ্যে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। সারাদেশ থেকে মোট ২৬ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিটিপর্ব নির্মাণ করা হয়েছে একজন শিক্ষার্থীকে নিয়ে। সেই শিৰার্থীর পরিবার, তার জীবনযাপন, স্কুলের শিৰকদের মতামত প্রভৃতি নিয়ে একেকটি পর্ব নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিপাশা হায়াত।
অনুষ্ঠানটি নির্মাণের অভিজ্ঞতা কেমন ছিল?
অনুষ্ঠানটি নির্মাণের জন্য আমাদের পুরো টিমকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে নিউজ সংগ্রহ করে দেশের ২৬টি জেলা থেকে আমরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৬ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে এনেছি।
অনুষ্ঠানের রেসপন্স কেমন পাচ্ছেন?
'মিজান মেধাবী দেশের মুখ'-এর এ পর্যন্ত মাত্র ৩টি পর্ব প্রচারিত হয়েছে।
আজ সোমবার এর ৪র্থ পর্ব প্রচার হবে। কিন্তু ৩টি পর্ব থেকেই সাধারণ মানুষের মাঝে অনুষ্ঠানের অসাধারণ রেসপন্স পাচ্ছি। অনেক বিত্তবানরাই মেধাবী দরিদ্র শিৰার্থীদের সহযোগিতার প্রতি এগিয়ে আসতে চেয়েছেন। 'মিজান মেধাবী দেশের মুখ' অনুষ্ঠানটির স্পন্সর প্রতিষ্ঠান মিজান সুপার রিফাইন্ড পাম অলিনও এসব দরিদ্র শিক্ষার্থীদের আগামী দুই বছর দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিজয়ীদের কি গিফট দেয়া হচ্ছে?
'মিজান মেধাবী দেশের মুখ' অন্যান্য রিয়েলিটি শো'র মতো হলেও আমরা গতানুগতিক ধারার কোন গিফট এতে দিচ্ছি না।
বিজয়ীকে আমরা তার সংসারের এক মাসের চাল, ডাল, তেলসহ সাংসারিক বাজার, উচ্চ মাধ্যমিকে তার বইসহ আনুষঙ্গিক খরচ গিফট হিসেবে দিচ্ছি।
এই অনুষ্ঠানটি কি পরবর্তী বছরগুলোতেও কন্টিনিউ করবেন?
আগামী বছরগুলোতেও 'মিজান মেধাবী দেশের মুখ'-এর সিকু্যয়েল কন্টিনিউ করার ইচ্ছা রয়েছে।
ঈদের জন্য কি কি নাটক নির্মাণ করলেন?
'মিজান মেধাবী দেশের মুখ' অনুষ্ঠানটি নির্মাণের জন্যই মূলত এবার ঈদের জন্য খুব বেশি নাটক নির্মাণ করতে পারিনি। মাত্র দু'টি নাটক নির্মাণ করেছি ঈদের জন্য। এগুলো হলো চ্যানেল আইয়ের জন্য 'কপোতাক্ষ' ও এটিএন বাংলার জন্য 'ক্যান্সার'।
ঈদে কতগুলো নাটকে অভিনয় করেছেন?
ঈদে ১০/১২টি নাটকে অভিনয় করেছি।
দৈনিক জনকন্ঠে প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।