সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ হতে বললেন বেগম খালেদা জিয়া .....
দেশের মানুষকে বাঁচানোর চলমান আন্দোলনে সমমনা রাজনৈতিক দলগুলোকে একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার হোটেল পূর্বাণীতে এই ইফতার পার্টির আয়োজনে সমমনা আটটি দল আয়োজিত এক ইফতার পার্টিতে ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহবান জানান।
খালেদা জিয়া বলেন, "দেশের মানুষ আজ অশান্তির মধ্যে আছে। মানুষ প্রতিনিয়ত বেকার হচ্ছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, হত্যা, গুম ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চলছে।
তাই আজ সময় এসেছে সমমনা দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে মানুষ বাঁচানোর আন্দোলনে শরিক হউন। ''
পরে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা বিশেষ করে সরকারি দল ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের দৌরাত্ম্য, দুর্নীতির কথা তুলে ধরেন।
আমার মন্তব্যঃ মাননীন বিরোধী দলের নেতা, আপনাদের মূখে ঐসব কথা শুনলে এখন হাসি পায়। -একটু হেসে নিলাম। মানুষ বাঁচানোর আন্দোলন বলতে কি বুঝাচ্ছেন? হরতাল, অবরোধ..?? আপনাদের মূখে ঐসব শুনতে আর ভালো লাগে না।
এখনতো মিডিয়ার যুগ। আপনারা সামান্য কাশি দিলে-ই মানুষ মুহূতেই জেনে যাচ্ছে মিডিয়ার কল্যানে। ধৈর্য ধরুন, ঘুরে ফিরে সামনের বার আপনারাই হয়তো আবার ক্ষমতায় যাবেন। তাই আমাদের অনুরোধ দেশের ক্ষতি করে আর হরতাল ধর্মঘট দিয়ে দেশকে পিছিয়ে দিয়েন না। সবাই মিলে দেশে বিনিয়োগ কেমনে হয়, দূর্নীতি কেমনে বন্ধ করা যায়, এটা নিয়ে ভাবুন।
আইনতো আছেই, প্রমান দিয়ে বর্তমানে সকল দুর্ণীতি বাজদের জেলে ভরুন। এরকম অভিজ্ঞতাতো আপনারই আছে...
ঘুরে ফিরে আপনাদেরই (উভয় নেত্রী) হাতে দেশ থাকবে হয়তো । তাই দুর্নীতি করলে যেভাবে আপনার গুনধর পূত্রগনকে আইনের মাধ্যমে আটকিয়েছে, তেমনি আপনিও করতে পারেন। দেখুননা ৫ বছরে বতমান সরকার কি করে....তারপর নির্বচনের সময় সব বলুন...দেশের ক্ষতি করে নয়.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।