থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে পরীক্ষার একমাত্র কেন্দ্রে অংশগ্রহণকারী ৩ পরীক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্রের সমাধানসহ হাতেনাতে ধরা পড়লেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া মো. শরীফুল ইসলাম (রোল-৯০৬৮) ও হাফিজুর রহমান (রোল-১৭৬২২) শীর্ষ নিউজ ডটকমকে জানান, থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ২৫৮ জন। সরকারি বিজ্ঞান কলেজে শনিবার সকাল ১০টায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩ ঘণ্টার লিখিত এ পরীক্ষা শুরু হয়। কিন্তু শুরুর আগেই ৩ পরীক্ষার্থী প্রশ্নপত্রের সমাধানসহ ধরা পড়ে। কলেজ অধ্যক্ষ এ ঘটনায় জড়িতদের বহিষ্কার না করে অজ্ঞাত কারণে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের বিষয়েও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছে পরীক্ষায় অংশগ্রহণকারীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।