স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
বিশ্বের প্রতিটি সমাজেই কিছু না কিছু কুসংস্কার প্রচলিত আছে। যুক্তিহীন কিছু সংস্কার, কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছে তা কেও জানেনা, মানুষের মুখে মুখে চলে এসেছে, কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই তারপরও মানুষ পালন করে। আমাদের সমাজেও এমন অনেক কুসংসষ্কার বিদ্যমান...
ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে গোল্লা পাওয়ার সম্ভাবনা;
যাত্রার সময় সামনে খালি কলসি দেখলে বা কেও হাঁচি দিলে যাত্রা অশুভ;
বিড়াল রাস্তা কেটে দিলে সামনে বিপদ;
বাড়ি থেকে বের হওয়ার সময় কেও পিছন ফিরে ডাক দিলে অমঙ্গল;
সকাল বেলা ছুরি ধার দেওয়ার আওয়াজ শুনে ঘুম ভাংলে রক্তারক্তি হওয়ার সম্ভাবনা;
ইত্যাদি ইত্যাদি.....
কেও যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কি কুসংস্কার বিশ্বাস করেন? আমি চোখ বুজে বলব, না! প্রশ্নই আসে না!(সেকেলে হয়ে যাওয়ার ভয় আছে না!)। কিন্তু যতই যুক্তি দিয়ে এড়িয়ে চলি প্রকৃতপক্ষে সবসময় কি তা না মেনে পারি? অন্যের কথা জানি না, কিন্তু সত্যি কথা বলতে, আমি সব সময় পারি না, অন্তত সেন্সিটিভ মূহুর্তে বিশ্বাসের কাছে যুক্তি হেরে যায়।
একবার গোয়ারতুমি করে ডিম সিদ্ধ খেয়ে গেলাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে, সব প্রশ্ন কমন, খুব ভাল পরীক্ষা দিলাম, হল থেকে বের হয়ে হঠাৎ মনে পড়ল খাতায় রোল নম্বর লিখি নাই; সেই থেকে আর সাহস করিনি। যে কলমে লিখে একদিন পরীক্ষা খারাপ হয়েছে পরদিন সেই কলম নিতে সাহসে কুলাইনি; যে জামা পরে দিন গুলো ভাল গেছে, রেজাল্টের দিন সেই জামা'ই পরে রেজাল্ট আনতে গেছি। অনেকদিন না মেনে দেখেছি, অধিকংশ সময়ই কোন না কোন ভাবে বিপদে পড়েছি।
এখনও অনেক কিছু মানি, আসলে না মেনে পারি না; এইতো সেদিন, থিসিস প্রেজেন্টেশনে ২ বছরের একটা পুরাণ শার্ট পরে বের হচ্ছি, বৌ বল্ল কি ব্যাপার এত কাপড় থাকতে পুরাণ একটা শার্ট পরে যাচ্ছ কেন? আমি আমতা আমতা করে বললাম, না মানে এটা পরলে ভাল লাগে তাই; আসল সত্য হচ্ছে, আমি খেয়াল করে দেখেছি এই শার্ট পরে এপর্যন্ত আমি কোন কাজে অসফল হইনি।
জানি, কুসংস্কার গুলো যুক্তিহীন, অবৈজ্ঞানিক, হাস্যকর, সেকেলে, আন্সমার্টনেস...
কিন্তু আসলে কি এর কোনই ভিত্তি নেই? একদম ফালতু বিষয়?? শুধুই মনের খুতখুতানী??? অনাদিকাল থেকে চলে আসা এই কথামালা একদম অসাড় হতে পারে ????
কি জানি; সবকিছু কি আর বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিশ্লেষন করা যায়? বিশ্বের অধিকংশ মানুষ কোন না কোন ধর্মে বিশ্বাসী, যার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। তাহলে বিশ্বাস ব্যাপারটাকে একদম ফেলে দিই কিভাবে?
আপনাদের মতামত কি? কুসংস্কার কি পুরোটাই কু??:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।