বুধবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আমার বিবেচনায় সমঝোতার কোন জায়গা আছে বলে মনে করি না।
“প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে সমঝোতার কোন জায়গা নেই, আজ আমরা মুখোমুখি, এ লড়াইয়ে আমাদের জয় হবেই, বিজয় ছিনিয়ে আনব, আমার বিশ্বাস।”
সরকারের কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন বিরোধীদলের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ আছে- এ বিষয়ে দৃষ্টিআকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “আমার জায়গা থেকে বলছি শেখ হাসিনাকে মাইনাস করে আমি বেহেশতে যেতেও রাজি না। সমঝোতা মানে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা, এ কাজ কী করা সম্ভব?”
তত্ত্বাবধায়ক নয় তারা শেখ হাসিনামুক্ত বাংলাদেশ চায় মন্তব্য করে লতিফ সিদ্দিকী বলেন, “রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন, সমুদ্র জয়, যুদ্ধাপরাধীদের বিচার করাই কী তার অপরাধ?”
অতীতে আন্দোলন কর্মসূচিতে আন্দোলনকারীরা নিহত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে অবরোধকারীদের হামলায় পুলিশ ও সাধারণ জনগণ নিহত হচ্ছে। নাশকতা রাজনৈতিক কর্মকাণ্ড নয়।
মন্ত্রী বলেন, “সাধারণত আমি সাংবাদিকদের এড়িয়ে চলি, বর্তমান প্রেক্ষাপটে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, তাই কিছু কথা বলার জন্যই এ সংবাদ সম্মেলন।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।