জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপি নড়েচড়ে বসেছে। আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত দলটির তৃণমূলের নেতা-কর্মীরা। ভোট বেশি হলেও ঐক্যের স্বার্থে জামায়াতের প্রার্থীর জন্য এই সংসদীয় আসনটি ছেড়ে দিত বিএনপি। এবার পরিস্থিতি ভিন্ন। হাইকোর্ট দলটির নিবন্ধন বাতিল করায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন।
নতুন উদ্যমে সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন এলাকার নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মনে করছেন, এবার তারা নিজ দলের প্রার্থী পাবেন। এরই মধ্যে নিজ দলের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে জোর অবস্থান নিয়েছেন মোরেলগঞ্জ পৌর বিএনপি সভাপতি আবদুল মজিদ জব্বার, শরণখোলা বিএনপি সভাপতি মঞ্জুরুল করিম এনায়েতসহ অন্য নেতাকর্মীরা।
অন্যদিকে বিএনপির আরেক নেতা মিয়া আব্বাস উদ্দিনের নামে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা রয়েছে এবং বারইখালী ইউনিয়ন তালিকায় বিভাগীয় রাজাকার কমান্ডার হিসেবে তার নাম থাকায় দলের অনেকেই তাকে এড়িয়ে চলতে চাইছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।