হিন্দি ছবি প্রদর্শন বন্ধ নিয়ে ভিন্নমত পোষণ করেছে এর আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে শোবিজ বিভাগে প্রকাশ হয় 'হাইকোর্টের রুল জারি হিন্দি ছবি প্রদর্শন বন্ধ'। বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাডভোকেট এনামুল হক মোল্লা স্বাক্ষরিত একটি সার্টিফিকেটও সংযুক্ত করা হয়। যাতে উল্লেখ ছিল 'গত ১৭ ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেন এ মর্মে রুল জারি করেন যে, ভারত থেকে আমদানি করা বদলা, সংগ্রাম, জোর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, দিল তো পাগল হায়, থ্রি ইডিয়টস, ওয়ান্টেড এবং তারে জমিন পর বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না।' প্রকাশিত এ খবরের সঙ্গে ভিন্নমত পোষণ করেন ছবিগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. ইফতেখার উদ্দিন। ৯ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সংবাদটিতে রিট পিটিশন নং ১৫২৫-২০১২ উল্লেখ করা হয়েছে। যা প্রকৃতপক্ষে হবে ১৫২৫/২০১৪। রিট মোকদ্দমায় হাইকোর্ট বিভাগ ১৭ ফেব্রুয়ারি শুধু রুল জারি করেছেন (শোকজ)। ভারতীয় ছবিসমূহের প্রদর্শন বন্ধ করে কোনো আদেশ দেননি। প্রকৃত সত্য গোপন করে বিকৃত তথ্য পরিবেশন করে দেশের সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করার অপপ্রয়াস করে ও কোনো নির্দেশনা না পেয়ে শোকজ আদেশকেই রায় বলে চালিয়ে দিয়ে শহীদুল ইসলাম খোকন যে অন্যায় করেছেন তা অবশ্যই বিজ্ঞ আদালতের নজরে আনা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।